shono
Advertisement
CM Mamata Banerjee

তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি, পরিবারকে ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন মমতা।
Published By: Subhankar PatraPosted: 04:33 PM Apr 26, 2025Updated: 07:04 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখ। তাঁর স্ত্রীকে চাকরি ও পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে এই ঘোষণা করলেন মমতা। নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে তিনি কথাও বলেছেন বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisement

শুক্রবার রাতে জওয়ান ঝন্টু আলি শেখের দেহ কলকাতায় আসে। শনিবার সকালে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছয় তেহট্টের পাথরঘাটার গ্রামের বাড়িতে। তাঁর শেষযাত্রায় রাস্তায় নেমে আসে গোটা গ্রাম। সঙ্গে গিয়েছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি। তাঁর ফোনেই নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলার পরই মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা অশিক্ষকদের কর্মীদের মিটিংয়ের মাঝে ফোনে যোগ দিয়ে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। তিনি বলেন, "নিয়ম মেনে ঝণ্টুর স্ত্রীকে  চাকরি দেওয়া হবে।" সঙ্গে ক্ষতিপূরণের কথাও বলেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, নিহত জওয়ানের সন্তান যদি আগ্রা থেকে এসে রাজ্যে পড়াশোনা করতে চায় তাহলে তিনি বিষয়টি দেখবেন।

উল্লেখ্য, পহেলগাঁওে জঙ্গি হামলার পর পরই বৃহস্পতিবার খবর আসে উধমপুরে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ঝন্টু। শুক্রবার তাঁর দেহ  কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

পাশাপাশি শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পহেলগাঁও জঙ্গি হামলায়  নিহত তিনজনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। শুধু আর্থিক সাহায্য নয়, নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায় এই পরিবারকে বাড়তি সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়া বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। এসবই জানালেন মুখ্যমন্ত্রী নিজে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন তেহট্টের জওয়ান ঝন্টু শেখ।
  • তাঁর স্ত্রীকে চাকরি ও পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • শনিবার এই ঘোষণা করলেন মমতা। নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেছেন বলে এদিন জানালেন মমতা।
Advertisement