shono
Advertisement
BSF Jawan Detained

'পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে', ১৩ দিন ধরে নিখোঁজ বাংলার জওয়ানকে নিয়ে কেন্দ্রকে বার্তা মমতার

পহেলগাঁও হামলার পর ভুল করে 'পাক' ভূখণ্ডে ঢুকে পড়ার পর খোঁজ নেই হুগলির বিএসএফ জওয়ানের।
Published By: Sucheta SenguptaPosted: 12:31 PM May 05, 2025Updated: 08:01 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকে সীমান্তে টহলদারি বাড়িয়েছে বিএসএফ। সেই কাজ করতে গিয়ে 'ভুল করে' পাক ভূখণ্ডে ঢুকে নিখোঁজ হয়েছেন বঙ্গসন্তান, বিএসএফ জওয়ান (BSF Jawan Detained) পূর্ণম কুমার সাউ। গত ১৩ দিন ধরে খোঁজ নেই তাঁর। সম্ভবত পাক রেঞ্জার্সের হাতে 'বন্দি' তিনি। তবে এ বিষয়ে বিদেশমন্ত্রক এখনও কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। সম্পূর্ণ অন্ধকারে পরিবার। বিএসএফের তরফে শুধুই আশ্বাস মিলেছে, তাঁকে ফিরিয়ে আনা হবে। তাতে মোটেই আশ্বস্ত হতে পারছেন না পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। এবার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। পূর্ণমকে ফেরানোর দাবি তুলে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

সোমবার বহরমপুর রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন,  ''খুবই দুঃখজনক ঘটনা। আমাদের জওয়ান, সাউজির খবর নেই। আমাদের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।'' কিন্তু বিদেশমন্ত্রক এনিয়ে এখনও কোনও তথ্য দেয়নি। এনিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী শক্তি এর নেপথ্যে রয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে প্রকাশ। এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রবল মাথাব্যথা কেন্দ্রের। কয়েকগুণ বাড়ানো হয়েছে সীমান্ত সুরক্ষা। এনিয়ে আরও একবার কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী। বললেন, ''ওই বিষয়ে কেন্দ্র যা পদক্ষেপ নেবে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। ভাগাভাগি আমরা করি না।'' এরপরই তাঁকে পূর্ণম সাউকে নিয়ে প্রশ্ন করা হয়। তাতে মমতার জবাব, ''আমরা সবরকমভাবে পরিবারের পাশে আছি, সর্বক্ষণ যোগাযোগ রাখছি। পূর্ণম সাউকে ফেরাতেই হবে।''

উল্লেখ্য, স্বামীর খোঁজে বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের কয়েকজন পাঠানকোট গিয়েছিলেন। সেখানে পূর্ণমের পোস্টিং ছিল। সেখানকার সীমান্তে কাজ করতে গিয়েই ভুলবশত পাক ভুখণ্ডে ঢুকে পড়েছিলেন বিএসএফ জওয়ান। কিন্তু তাঁর কর্মস্থলে গিয়েও কোনও খবর পায়নি পরিবার। কিছুটা হতোদ্যম হয়ে ফিরে এসেছেন। তবে আশ্চর্যের বিষয় হল, এনিয়ে এখনও পর্যন্ত বিদেশমন্ত্রক কোনও বক্তব্য জারি করেনি। জওয়ানকে ফেরাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে, তাও সম্পূর্ণ অজ্ঞাত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৩ দিন ধরে নিখোঁজ বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
  • 'পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে', মুর্শিদাবাদ যাওয়ার আগে বললেন মমতা।
  • পহেলগাঁও হামলার পর ভুল করে 'পাক' ভূখণ্ডে ঢুকে পড়ার পর খোঁজ নেই হুগলির বিএসএফ জওয়ানের।
Advertisement