সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine) আটকে পড়েছেন দেশের বহু পড়ুয়া। কেন্দ্রের তরফে তাঁদের ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, কেন এত সময় লাগছে পড়ুয়াদের ফেরাতে? দ্রুত আরও বিমান পাঠানোর আরজি জানালেন মুখ্যমন্ত্রী।
ভারত সরকারের নির্দেশ পেয়ে ইউক্রেনে আটকে থাকা বেশিরভাগ ভারতীয় নিজেদের উদ্যোগে পাশের দেশগুলিতে চলে গিয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রের খবর, ৮০ শতাংশের বেশি ভারতীয় ইউক্রেন (Ukraine Russia War) ছেড়ে পাশের চারটি দেশে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই তাঁদের দেশে ফেরানো হচ্ছে। কিন্তু এখনও যুদ্ধবিধ্বস্ত খারকভে প্রায় হাজার চারেক পড়ুয়া আটকে আছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই বাংলার বাসিন্দা। ফলে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ঘুম উড়িয়েছে রাজ্যের বাসিন্দাদের।
[আরও পড়ুন: সিপিএম জেলা সম্মেলনের মঞ্চে ‘স্ত্রী’ ছবির গান গেয়ে শীর্ষ নেতৃত্বকে তোপ প্রতিনিধিদের]
শুক্রবার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানো নিয়ে কেন্দ্রকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে এদিন তিনি লেখেন, “ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। প্রত্যেকের জীবন অত্যন্ত মূল্যবান। কেন উদ্ধারকাজে এতটা সময় লাগছে?” এরপরই মুখ্যমন্ত্রী লেখেন, “কেন্দ্রের কাছে আমার আরজি পর্যাপ্ত পরিমাণ বিমান পাঠিয়ে অবিলম্বে পড়ুয়াদের ফেরানোর ব্যবস্থা করা হোক।”
উল্লেখ্য, ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পড়া বহু ছাত্রছাত্রী দেশে ফিরেছেন। তবে এখনও ফিরতে পারেননি অনেকেই। প্রতি মুহূর্তে মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে তাঁদের।