কৃষ্ণকুমার দাস: করোনার জেরে দেশজুড়ে লকডাউনের তৃতীয় দিনে ফের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার যেমন কলকাতার সবজি বাজারগুলি ঘুরে দেখেছিলেন। তেমনই শুক্রবার কলকাতায় বসবাসকারী গরিব-দুস্থ রিকশাচালক, ভ্যানচালক এবং ফুটপাথবাসীদের হাতে তুলে দিলেন চাল-ডান-আনাজ। তবে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বের লক্ষ্মণরেখা টেনে গরিব মানুষদের মধ্যে বিলি করলেন খাদ্যসামগ্রী। কোনও সমস্যা হলে ফের তাঁদের জানাতে ভুললেন না মমতা। এদিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার অনুজ শর্মা।
এদিন নবান্নে করোনা মোকাবিলা নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানান একগুচ্ছ পদক্ষেপের কথা। তারপরই তিনি সোজা চলে যান আলিপুরে জেলা প্রশাসনের বিল্ডিংয়ের সামনে। সেখানে ১০০ জন রিকশাচালক ও ভ্যানচালকদের হাতে তুলে দেন ৫ কেজি চাল, ২ কেজি ডাল, দু কেজি আলু, এক কেজি পিঁয়াজ এবং ৫ কেজি আটা। এরপর কালীঘাটে মেয়রের সঙ্গে পৌঁছে যান কলকাতা পুরসভা নির্মিত নাইট শেল্টারে। লকডাউনের জেরে শহরের একাধিক জায়গায় পুরসভার নাইট শেল্টারে ভবঘুরে ও ভিখারিদের রাখার বন্দোবস্ত করা হয়েছে। তাঁদের হাতেও একইভাবে চাল-ডাল-আলু-পিঁয়াজ তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রায় ৩৫০ জন ভবঘুরে ও ভিখারির হাতে তুলে দেন খাদ্যসামগ্রী।
[আরও পড়ুন: নিমপাতা-টকদই খান, করোনা থেকে বাঁচতে ডায়েট চার্ট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী]
এরপর তিনি দেখা করেন মিশনারিজ অফ চ্যারিটির সদস্যদের সঙ্গে। আর্ত মানুষের সেবায় যদি কোনও সরকারি সাহায্যের প্রয়োজন হয় তবে অবশ্যই যেন জানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শুক্রবার বিকেল চারটে নাগাদ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ঠিক কেমন হওয়া উচিৎ, তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি। সাফ বললেন, “কেউ রেশন কিনতে গেলে, ওষুধ কিনতে গেলে যেন আটকানো না হয়। ক্ষমতার অপব্যবহার করবেন না কেউ।”
[আরও পড়ুন: আটকে পড়া বাংলার শ্রমিকদের সাহায্যের আবেদন, ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মমতার]
গত কয়েকদিনে অতি সক্রিয়তার জন্য সাতজন পুলিশকে ক্লোজ করা হয়েছে বলে জানালেন তিনি। পুলিশের উদ্দেশে এই বার্তার পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের তরফে তৈরি তহবিলটিও। এই তহবিলে আর্থিক সাহায্য করলে, আয়কর ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
দেখুন ভিডিও:
The post দুস্থদের সেবায় ফের পথে মমতা, খাদ্যসামগ্রী বিলি করলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
