shono
Advertisement
African Footballer

বাংলায় খেলতে এসে জেলবন্দি আফ্রিকান ফুটবলার, কোর্টের হস্তক্ষেপে ৫ বছর পর মুক্তি

ভিসা নিয়ে এ দেশে এসে কোভিড-পরিস্থিতির কারণে ফিরতে পারেননি।
Published By: Paramita PaulPosted: 09:19 PM Feb 26, 2025Updated: 09:19 PM Feb 26, 2025

গোবিন্দ রায়: করোনাকালে আফ্রিকা থেকে বাংলায় ফুটবল খেলতে এসে বিপাকে আফ্রিকান ফুটবলার। ৫ বছর ধরে জেলবন্দি। অবশেষে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে রেহাই পেলেন তিনি। এবার শুধু দেশে ফেরার অপেক্ষা।

Advertisement

জানা গিয়েছে, সুদূর পশ্চিম আফ্রিকার গিনি বিশাউ দেশের বাসিন্দা ক্যামেরা ফোফানা উসুমানে ফুটবল খেলা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি ছ’মাসের ভিসা নিয়ে এই রাজ্যে এসেছিলেন। ওই বছরেরই ৫ জুলাই তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার মধ্যেই এসে পড়ে কোভিড অতিমারি। যার জেরে নিজের দেশে ফিরতে পারেননি ওই ফুটবলার। সে সময় বেআইনি অনুপ্রবেশ আইনে তাঁকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে নকশালবাড়ি থানার পুলিশ। সেই থেকে এপর্যন্ত জেলে রয়েছেন তিনি। সম্প্রতি জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই ফুটবলার। সেই মামলায় উসুমানেকে দেশে ফেরাতে যাবতীয় ব‌্যবস্থা করতে বলেছেন বিচারপতি রাই চট্টোপাধ‌্যায়। পাশাপাশি, ফুটবলারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়েছে আদালত।

বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের নির্দেশ, ওই ব্যক্তিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে। এই বিষয়ে দার্জিলিংয়ের পুলিশ সুপারকে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা বলতে হবে এবং কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব এবং বিদেশমন্ত্রককে আদালতের নির্দেশ, বিষয়টি নিয়ে তাঁদের যথাযথ সহযোগিতা করতে হবে। আফ্রিকান ফুটবলারের বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলাও খারিজ করে দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণে বিচারপতি চট্টোপাধ‌্যায়ের মত, “কিছু উপার্জনের জন্য ওই ব্যক্তি হাজার হাজার মাইল পথ পেরিয়ে এ দেশে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কোনও কাজে যুক্ত থাকার প্রমাণ নেই।” একই সঙ্গে বিচারপতির সংযোজন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে আরও দায়িত্বশীল ও মানবিক হওয়া উচিত ছিল এবং ওই ব্যক্তিকে সমস্যায় ফেলা ঠিক কাজ হয়নি। বিচারপতি স্মরণ করিয়ে দেন যে, ওই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এ দেশে ছিলেন না। পরিস্থিতির শিকার হয়েই তাঁকে থেকে যেতে হয়েছিল।

জানা গিয়েছে, ২০২০ সালের মার্চ মাসের আগে যাঁরা ভিসা নিয়ে এ দেশে এসে কোভিড-পরিস্থিতির কারণে ফিরতে পারেননি, তাঁদের ভিসার মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিও জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু ঘটনাচক্রে, ২০২১ সালের এপ্রিল মাসে দেশে ফিরতে পারেননি তিনি। এ দেশেই থেকে যেতে হয় উসুমানেকে। কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও ‘অবৈধভাবে’ এ দেশে থাকার জন্য উসুমানেকে গ্রেপ্তার করে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • করোনাকালে আফ্রিকা থেকে বাংলায় ফুটবল খেলতে এসে বিপাকে আফ্রিকান ফুটবলার।
  • ৫ বছর ধরে জেলবন্দি।
  • অবশেষে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে রেহাই পেলেন তিনি। এবার শুধু দেশে ফেরার অপেক্ষা।
Advertisement