সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধে পর্যন্ত মিলেছিল স্বস্তির খবর। রাজ্যে ছিল না নতুন কোনও করোনা আক্রান্ত। কিন্তু বুধবার রাতেই ফের উদ্বেগ বাড়ল নয়াবাদের একজন বাসিন্দার রক্তের নমুনা পজিটিভ হওয়ায়। এবার যিনি আক্রান্ত হয়েছেন তাঁর আগে বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। জানা গিয়েছে, নয়াবাদের বাসিন্দা ৬৬ বছরের এই বৃদ্ধ গত ১৬ মার্চ মেদিনীপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত বেশ কয়েকজন নিমন্ত্রিত ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁদের থেকে সংক্রমিত হতে পারেন ওই বৃদ্ধ।
গত ২৩ মার্চ সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হন ওই বৃদ্ধ। তাঁর সোয়্যাপ টেস্টের জন্য পাঠানো হয় পিজিতে। বুধবার সেই রিপোর্ট পজিটিভ আসে। তিনি পিয়ারলেস হাসপাতালে আইসিসিইউতে ভরতি রয়েছেন। উল্লেখ্য, রাজ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন লন্ডন ফেরত এক তরুণ। এরপর আক্রান্ত হন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। প্রথমজনের পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় আক্রান্তের পরিবারের তিন সদস্যের শরীরে COVID-19 সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। হাবড়ার বাসিন্দা স্কটল্যান্ড ফেরত এক তরুণীর শরীরেও মিলেছিল করোনা ভাইরাসের নমুনা।
[আরও পড়ুন: লকডাউনে দুধ কিনতে বেরনোয় ‘বেধড়ক মার’ পুলিশের, মৃত হাওড়ার যুবক]
এরপর দমদমের বাসিন্দা বছর ৫৭-র এক প্রৌঢ়ের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও মিশর এবং ব্রিটেন ফেরত দু’জন আক্রান্ত হয়েছেন। সব আক্রান্তই ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে।
[আরও পড়ুন: লকডাউনের সময় চাকরি হারানোর জের, হতাশায় আত্মঘাতী বৃদ্ধ]
The post কলকাতায় করোনা আক্রান্ত আরও একজন, বৃদ্ধের শরীরে মিলল জীবাণু appeared first on Sangbad Pratidin.
