shono
Advertisement

Breaking News

Kumortuli

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে গতবার বাধা, এবার কুমোরটুলি থেকে মস্কোর পথে সপরিবার উমা

কলকাতা বন্দর থেকে জাহাজে করে উমা যাবে মস্কো।
Published By: Suhrid DasPosted: 05:11 PM May 12, 2025Updated: 05:11 PM May 12, 2025

নিরুফা খাতুন: গত বছরও পুজোয় রাশিয়া থেকে দুর্গাপ্রতিমার বরাত এসেছিল কুমোরটুলিতে। কিন্তু ইউক্রেন-যুদ্ধের জেরে গতবার রাশিয়া যাত্রা আটকে যায় উমার। এবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল। তাতে উমার মস্কো পাড়ি দেওয়া নিয়ে সংশয় দেখা দেয়। দুই দেশের সংঘর্ষ বিরতিতে অবশেষে সেই সংশয় কেটেছে। আগামী সপ্তাহের শেষদিকে পটুয়াপাড়া থেকে সপরিবার পুতিনের দেশে পাড়ি দিতে চলেছেন উমা।

Advertisement

তিন বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। গত বছর যুদ্ধের মধ্যেও রাশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে একচালার দুর্গাপ্রতিমার বরাত দেওয়া হয় কুমোরটুলিতে। ছয় ফুট লম্বা ও ছয় ফুট চওড়া ফাইবারের একচালার প্রতিমা। সেই মতো শিল্পী কৌশিক ঘোষ প্রতিমা তৈরির কাজও শুরু করে দেন। নির্ধারিত সময়ের আগে প্রতিমা তৈরির কাজও শেষ হয়ে যায়। উমা মায়ের সঙ্গে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সকলেই সেজেগুজে প্রস্তুত ছিল রাশিয়া পাড়ি দিতে। কিন্তু সেবার আর রাশিয়ায় যাওয়া হয়নি তাদের। যুদ্ধ চলায় উমাদের মস্কো নিয়ে যেতে চায়নি এদেশের দূতাবাস। অগত্যা গত পুজোয় উমাকে সপরিবার বাক্সবন্দি হয়ে থাকতে হয়েছে ।

চলতি বছর গত মাসেই রাশিয়া থেকে ফোন আসে শিল্পীর কাছে। গত বছরের বরাত দেওয়া প্রতিমা চেয়ে পাঠায় এদেশের দূতাবাস। পুজো এখনও অনেক দেরি। কিন্তু আর ফেলে রাখতে চায় না প্রতিমা। দ্রুত প্রতিমা যেন পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যেই ভারত ও পাকিস্তান উত্তেজনার পরিস্থিতি দেখা যায়। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে টার্গেট করে 'অপারেশন সিদুর' চালানো হয়। এরপর থেকে পাকিস্তান হামলা চালাতে শুরু করে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে। ভারতও প্রত্যাঘাতের কথা জানিয়েছে। সেই আবহে আশঙ্কা ছিল, এবারও কি তাহলে মস্কো যাওয়া হবে না উমার?

সংঘর্ষ বিরতির ঘোষণার পর সেই আশঙ্কা দূর হয়েছে। এবার পুজোয় তাদের আর বাক্সবন্দি হয়ে থাকতে হবে না। প্রায় এক বছরের অপেক্ষার অবসান ঘটছে। অবশেষে সন্তানদের নিয়ে রাশিয়া যাওয়া পাকা হয়েছে উমার। শিল্পী জানান, গত বছর পুজোয় রাশিয়ায় ভারতীয় দূতাবাস থেকে প্রতিমার বরাত এসেছিল। কিন্তু সেদেশে যুদ্ধ চলায় ভারতীয় দূতাবাস আর প্রতিমা নিয়ে যায়নি। এবারে সেই প্রতিমা চেয়ে পাঠায় দূতাবাস। আগামী শনিবারের মধ্যে কলকাতা থেকে মস্কোর উদ্দেশে‌ রওনা দেবে প্রতিমা। কলকাতা বন্দর থেকে জাহাজে করে যাবে মস্কোর বন্দরে। সেখান থেকে সোজা পৌঁছে যাবে ভারতীয় দূতাবাসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছরও পুজোয় রাশিয়া থেকে দুর্গাপ্রতিমার বরাত এসেছিল কুমোরটুলিতে।
  • কিন্তু ইউক্রেন-যুদ্ধের জেরে গতবার রাশিয়া যাত্রা আটকে যায় উমার।
  • আগামী সপ্তাহের শেষদিকে পটুয়াপাড়া থেকে সপরিবার পুতিনের দেশে পাড়ি দিতে চলেছেন উমা।
Advertisement