shono
Advertisement
Metro

পর পর দুই রবিবার বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো! কেন এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের?

শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে। রবিবার এমনিতেই এই লাইনের শিয়ালদহ-সেক্টর ফাইভের মধ্যে পরিষেবা বন্ধ থাকে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:42 AM Jan 11, 2025Updated: 10:03 AM Jan 11, 2025

নব্যেন্দু হাজরা: পরপর দুটো রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল‌্যানেড পরিষেবা। শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে। জানানো হয়েছে, ১২ ও ১৯ জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে।  

Advertisement

রবিবার এমনিতেই এই লাইনের শিয়ালদহ-সেক্টর ফাইভের মধ্যে পরিষেবা বন্ধ থাকে। আধিকারিকরা জানাচ্ছেন, ইন্টারলকিংয়ের কাজের জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী দুই রবিবার কোনও মেট্রো চলবে না। যেহেতু রবিবার অফিস যাত্রীদের চাপ থাকে না এবং নিত্যযাত্রীদের চাপও খানিকটা কম থাকে, তাই রবিবারই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ওই দুই দিন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির পরীক্ষামূলক প্রয়োগ চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক গোটা অংশে ইন্টারলকিং সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ হবে। বউবাজারের বিপর্যয় সামলে দ্রুত গতিতে এখন এগোচ্ছে এসপ্ল‌্যানেডের সঙ্গে শিয়ালদহ অংশ সংযুক্ত করার কাজ। লাইন পাতার পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে। আর এবার শুরু হচ্ছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের কাজ। উল্লেখ্য, এর আগেও সুড়ঙ্গে কাজ করার জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোপথে বদল হয়েছিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপর দুটো রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল‌্যানেড পরিষেবা।
  • শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে।
  • জানানো হয়েছে, ১২ ও ১৯ জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে।  
Advertisement