shono
Advertisement

রেলট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ, শনি-রবিতে শিয়ালদহ-নৈহাটি শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন

দেখে নিন কতক্ষণ, কোন ট্রেন বাতিল।
Posted: 02:52 PM Sep 03, 2022Updated: 03:29 PM Sep 03, 2022

সুব্রত বিশ্বাস: রেলট্র্যাকে (Rail track)রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শিয়ালদহ-নৈহাটি শাখায় কয়েকটি লোকাল ট্রেন (Local Trains) বাতিল ঘোষণা করল রেল। শনিবার রাত ১০ টায় থেকে কাঁকিনাড়া ও নৈহাটি (Naihati) স্টেশনের মাঝের রেল ট্র্যাকে শুরু হবে কাজ। চলবে রবিবার সকাল ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিয়ালদহ-নৈহাটির মাঝে চলবে না কয়েক জোড়া ট্রেন। রবিবারও বাতিল থাকবে সেই ট্রেনগুলি। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী –

Advertisement

  • একজোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (Sealdah-Kalyani Simanta) লোকাল
  • একজোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল (Sealdah-Naihati)
  • নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল রবিবার ভোর ৪.১০এর বদলে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে ৫.১২তে
  • বারাকপুর-নৈহাটির (Barrack-Naihati) মধ্যে ১৯২টির বদলে চলবে ১৮৮ টি ট্রেন, বাতিল ২ জোড়া আপ ও ডাউন ট্রেন

শনিবার রাত ও রবিবার কর্মব্যস্ততা প্রায় থাকে না। নিত্যযাত্রীদের চাপও কম। সেই কারণে এই সময়টা রেলট্র্যাক মেরামতির জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও পুজোর আগে রবিবার, ছুটির দিনে কেনাকাটার ভিড় থাকে ট্রেনে। তাই কয়েক জোড়া ট্রেন বাতিলের (Cancellation) জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।

[আরও পড়ুন: ভগবানের আধার কার্ড! গণেশ চতুর্থীতে ভাইরাল অভিনব মণ্ডপের ছবি

অন্যদিকে, হাওড়া (Howrah) শাখাতেও রেলট্র্যাকের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করে এবং রুট ঘুরিয়ে গতিপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। বর্ধমান শাখার রসুলপুর ও শক্তিগড়ে থার্ড লাইনের কাজ শুরু হয়েছে শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে। চলেব ১৩ তারিখ পর্যন্ত। সেই কারণে বর্ধমান (Burdwan) মেন ও কর্ড লাইনের মোট ১৪ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। গতিপথ বদলানো হয়েছে ৬টি ট্রেনের।

[আরও পড়ুন: বিরোধী জোটের সলতে পাকাতে আগামী সপ্তাহেই দিল্লি সফরে নীতীশ! বৈঠক সোনিয়ার সঙ্গেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement