নব্যেন্দু হাজরা: এবার থেকে মেট্রো রেলের কাজের আগে পুলিশ ও কলকাতা পুরসভাকে (KMC) জানাতেই হবে। কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার বউবাজারের (Bow Bazar) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর এমনটাই জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও জানান, যারা এলাকা ছেড়ে চলে গিয়েছেন তাঁদের আর্থিক সাহায্য করবে KMRCL। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ তুলে দেওয়া হবে।
দুর্গা পিতুরি লেনের পর মদন দত্ত লেন। মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য ফের বউবাজারে একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয় বহু বাসিন্দাকে। বউবাজারের বাসিন্দাদের এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যসচিব উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন নবান্নে। যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও।
[আরও পড়ুন: আড়ি পাতা এড়াতে বিশেষ কৌশল! রাজ্যের সচিবদের আইফোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর]
তাঁর নির্দেশে বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোন বাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে এবং এলাকার মানুষের আস্থা ফেরাতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার সিপি, মেট্রো রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেন। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলে জানান মেয়র। ফিরহাদের কথায়, বউবাজারের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। বারবার খবর নিয়েছেন। এই সমস্যার একটা সুরাহা হওয়া দরকার।”
মেয়র ও কেএমআরসিএলের তরফে জানানো হয়েছে,
- বউবাজারে ক্যাম্প অফিস তৈরি হবে। সেখানে থাকবেন স্থানীয় থানার ওসি, কাউন্সিলর, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের পদস্থ কর্তা ও কেএমআরসিএলের প্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হলে ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন।
- ১২টি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ২৮ পরিবারের ১৮০ জন সদস্য রয়েছে। তাঁদের মধ্যে অনেকে কারিগর ও ভাড়াটে। তাঁদের হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে তাঁদের ঘরে ফিরিয়ে আনা হবে। তা সম্ভব না হলে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে।
- ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে কেএমআরসিএল। ১০০ বর্গফুটের দোকানের জন্য ১.৫ লক্ষ টাকা ও ১০০ বর্গফুটের চেয়ে বড় দোকানের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা অর্থসাহায্যের ব্যবস্থা করা হবে।
- মেট্রো রেলের কাজের আগে পুলিশ ও কলকাতা পুরসভাকে (KMC) জানাতেই হবে। কাজ শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে।