shono
Advertisement

অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি সোমনাথ চট্টোপাধ্যায়

তাঁর চিকিৎসার জন্য তৈরি মেডিক্যাল বোর্ড, আজ হবে সিটি স্ক্যান।
Posted: 08:21 AM Jun 28, 2018Updated: 11:18 AM Jun 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপালে ভরতি লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ হবে সিটি স্ক্যান।

Advertisement

[  ‘স্পিড লিমিট মানতে হয়’, কলকাতা পুলিশের প্রচারে ভিলেন থেকে হিরো মেসি ]

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বয়সজনিত কারণে হাঁটাচলা থেকে শুরু করে স্বাভাবিক কাজেও অসুবিধা হচ্ছিল। বাড়ি থেকে বেরনো একরকম বন্ধই ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সেরিব্রাল হেমারেজে তিনি আক্রান্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন বেশ সংকটজনক। প্রায় অচৈতন্য অবস্থায় আছেন তিনি৷  মেডিক্যাল বোর্ড গঠন করে প্রবীণ নেতার চিকিৎসা চলছে। আজ সিটি স্ক্যান করা হবে বলেই হাসপাতাল সূত্রে খবর।

[  হাওড়া স্টেশনে ফুড প্লাজার খাবারে পোকা, সোশ্যাল মিডিয়ায় সরব যাত্রী ]

২০১৪  সালেও একবার সেরিব্রাল স্ট্রোক হয় প্রবীণ নেতার। তারপর থেকেই বেশ কিছু নিয়ন্ত্রণে থাকতে হত তাঁকে। বয়সজনিত কারণেই ইদানিং তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। ২০০৪ থেকে ২০০৯ সময়কালে লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। বেশ কিছুদিন হল সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বামপন্থী এই নেতাকে। তবে গত পঞ্চায়েত নির্বাতনের সময় কমিশনের ভূমিকা নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকে। সাফ জানিয়ে দিয়েছিলেন, এরকম হিংসাপ্রবণ ভোট তিনি আগে দেখেননি।

প্রবীণ নেতার সুস্থতা কামনা করছে রাজ্যবাসী।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার