shono
Advertisement
Hawker

সর্বস্ব খোয়ানোর পথে হকাররা! রবির গভীর রাতে হাওড়ায় উচ্ছেদ অভিযান রেলের

বারবার নোটিস দিয়েও হকারদের সচেতন করা যায়নি।
Published By: Paramita PaulPosted: 08:39 PM Jun 28, 2025Updated: 08:39 PM Jun 28, 2025

সুব্রত বিশ্বাস: যাত্রীস্বাচ্ছন্দ‌্য বাড়াতে একাধিক উন্নয়নের প্রয়োজনে হাওড়া স্টেশনের সামনে থেকে হকার উচ্ছেদ জরুরি। বারবার নোটিস দিয়েও হকারদের সচেতন করা যায়নি। তাই এবার বল প্রয়োগ করে হকার সরাবে রেল।

Advertisement

রবিবার গভীর রাতে এই উচ্ছেদের জন‌্য রেল পুলিশের সহযোগিতা চেয়েছে রেল। পাশাপাশি ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে আরপিএফ বাহিনী এনে রণকৌশল সাজানোর কাজ শুরু করেছে রেল। ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, পুরনো স্টেশনের সামনে ট‌্যক্সি স্ট‌্যান্ড ও স্টেশনের যাতায়াতের রাস্তা ও গাড়ি চলাচলের জন‌্য দু’টি লেন রয়েছে। যাত্রীদের চলাচলের রাস্তার উপরে শতাধিক ডালাপসরা সাজিয়ে হকাররা বসে থাকে। ফলে যাতায়াতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় যাত্রীদের। এইসব হকারদের সরিয়ে এলাকাটি মুক্ত করা হবে বলে রেল জানিয়েছে।

হাওড়া স্টেশন চত্বরে বহু যুগ ধরে হকারি করে আসছে হকাররা। তবে সময়ের সাথে তা সংখ‌্যায় বেড়ে যাওয়ায় অসুবিধার সৃষ্টি হতে শুরু করে। তৃণমূলের শ্রমিক সংগঠন উচ্ছেদের বিরোধিতা না করলেও পুনর্বাসনের দাবি করেছে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, পুনর্বাসনের দায়বদ্ধতা তাঁদের নেই। স্টেশনের উন্নয়নের জন‌্য হকার সরানো জরুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যাত্রীস্বাচ্ছন্দ‌্য বাড়াতে একাধিক উন্নয়নের প্রয়োজনে হাওড়া স্টেশনের সামনে থেকে হকার উচ্ছেদ জরুরি।
  • বারবার নোটিস দিয়েও হকারদের সচেতন করা যায়নি।
  • এবার বল প্রয়োগ করে হকার সরাবে রেল।
Advertisement