সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে ওষুধের দোকান বা ফার্মাসিতে বিধ্বংসী আগুন৷ ব্যাপক চাঞ্চল্য মেডিক্যাল চত্বরে। পুরো এমসিএইচ বিল্ডিং চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওষুধের দোকানে আগুন লাগায় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে তাই আরও বাড়ছে আতঙ্ক।ইতিমধ্যেই হাসপাতাল চত্বের পৌঁছে গিয়েছে দমকলের দশটি ইঞ্জিন৷ জানা গিয়েছে, মেডিসিন ব্লক অর্থাৎ যেখানে ক্যানসার রোগীরা রয়েছেন তার কাছেই এই আগুন লেগেছে৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা৷ রোগীদের বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে৷ কর্তৃপক্ষের দাবি, যে রোগীরা আটকে ছিলেন তাদের প্রত্যেককেই বের করে আনা গিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও বুঝতে পারছেন না দমকল কর্মীরা৷ তবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷
[বাংলা হোক বা উর্দু, সবচেয়ে ভাল শিক্ষা দেন রাজ্যের শিক্ষকরাই: মুখ্যমন্ত্রী]
পরিস্থিতি ভয়াবহ বলেই জানা যাচ্ছে৷ প্রবল ধোঁয়ার ফলে শ্বাসকষ্টে ভুগছেন অনেক রোগী৷ হাতে হাত মিলিয়ে উদ্ধার কার্য শুরু করেছেন দমকলকর্মী, পুলিশ, সাধারণ মানুষ ও মেডিক্যাল কলেজেল নিজস্ব নিরাপত্তা কর্মীরা৷ এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে ভিতরে অনেক মানুষ আটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ কিন্তু উদ্ধারকারীদের তৎপরতায় কিছুটা হলেও রক্ষা মিলেছে। সকাল আটটা নাগাদ এমন বিধ্বংসী আগুন লাগায় স্বভাবতই হতবম্ভ হয়ে গিয়েছেন রোগীরা৷ চিন্তায় পড়েছেন তাঁদের বাড়ির লোকেরা৷ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় আড়াশো জন রোগীকে৷
[জন্মদিন সেলিব্রেট করা হল না বিভাসের, উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ]
বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডে এখনও আতঙ্কে রয়েছেন কলকাতাবাসী৷ এই ঘটনায় অনেকটাই যেন থমকে গিয়েছে বড়বাজার। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ পুজোর আগে কর্মহারা হয়ে পড়েছেন প্রচুর মানুষ৷ বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রায় পাঁচদিন পর বাগে আসে আগুন৷ দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান৷ কিন্তু অগ্নিদগ্ধ মার্কেটে দফায় দফায় বিস্ফোরণ, জলের অভাবে বারবারই বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে৷ এরই মাঝে মেডিক্যাল কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ড স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে৷
The post মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন, হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক appeared first on Sangbad Pratidin.