shono
Advertisement
Operation Sindoor

যুদ্ধের আবহে বিধানসভার নিরাপত্তায় বাড়তি নজর, কী বলছেন স্পিকার?

আশ্বস্ত করে স্পিকার বললেন, 'অযথা আতঙ্কিত হবেন না।'
Published By: Tiyasha SarkarPosted: 02:42 PM May 09, 2025Updated: 03:15 PM May 09, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভারত-পাক যুদ্ধের (India Pakistan War) আবহে এবার রাজ্য বিধানসভার নিরাপত্তায় বিশেষ নজর। বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি, জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বস্ত করে তিনি বলেন, "অযথা আতঙ্কিত হবেন না।"

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা দিয়েছে ভারত (India)। প্রথমে সিন্ধু জলচুক্তি স্থগিতের পর অপারেশন সিঁদুর (Operation Sindoor)। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এখনও চলছে অভিযান। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই নবান্নের তরফে সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার বিধানসভার স্পিকার জানালেন, সেখানকার কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর। বিধানসভার নিরাপত্তায় কোনও ফাঁকফোকর রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, "অযথা আতঙ্কিত হবেন না। প্রত্যাঘাতের প্রভাব বাংলা পর্যন্ত হয়তো আসবে না। তবে আমরা নিরাপত্তায় কোনও গাফিলতি রাখতে চাই না। সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

প্রসঙ্গত,  যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে আগেই রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছে নবান্ন। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এখানেই শেষ নয়, আপাতত নিজের এলাকাও ছাড়া যাবে না। যার যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে যারা বর্তমানে অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক যুদ্ধের আবহে এবার নিরাপত্তা বাড়ল রাজ্য বিধানসভার।
  • বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি, জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
  • পাশাপাশি আশ্বস্ত করে তিনি বলেন, "অযথা আতঙ্কিত হবেন না।"
Advertisement