shono
Advertisement

সম্পর্কে বিচ্ছেদের রোষ, প্রেমিকার নগ্ন ছবি এসকর্ট সার্ভিসের সাইটে ছড়াল প্রেমিক

পুরী থেকে গ্রেপ্তার ইঞ্জিনিয়ার প্রেমিক। The post সম্পর্কে বিচ্ছেদের রোষ, প্রেমিকার নগ্ন ছবি এসকর্ট সার্ভিসের সাইটে ছড়াল প্রেমিক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:02 PM Jun 04, 2018Updated: 02:17 PM Jun 04, 2018

কলহার মুখোপাধ্যায়: বিকৃতমনস্ক পুরুষটির হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে অন্য শহরে পালিয়ে আসতে কার্যত বাধ্য হন মহিলা। তবে দূর শহরে পালিয়েও রেহাই মেলেনি। মহিলার নগ্ন ছবি ও ফোন নম্বর এসকর্ট সার্ভিস ওয়েবসাইটে দিয়ে চলত নিয়মিত ব্ল্যাকমেল। অবশেষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার পুলিশ। বিকৃতকাম ওই ব্যক্তির নাম মনোজ নন্দা (৩১)। পেশায় সে একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে একটি নামকরা সংস্থায় কাজ করে। রৌরকেলার বাসিন্দা। কর্মসূত্রে পুরীতে থাকছিল। সেখান থেকে তাকে ধরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসেছে সাইবার থানা। রবিবার বিধাননগর আদালত ধৃতকে চার দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Advertisement

[নিপার আতঙ্কে বিধানসভার সাজানো ফলের বাগানে অচলাবস্থা]

পুলিশ জানিয়েছে,  মনোজ নন্দা বিকৃতকাম,  মরিয়া ধরনের প্রেমিক ও তার প্রতিশোধস্পৃহা মারাত্মক রকমের। যার ফলে স্রেফ তার কবল থেকে বাঁচতে রৌরকেলা ছেড়ে কলকাতায় পালিয়ে আসতে বাধ্য হন বছর চব্বিশের ওই তরুণী। তিনিও ওড়িশার রৌরকেলার বাসিন্দা। কয়েকবছর আগে তাঁর সঙ্গে পরিচয় হয় মনোজের। তারপরে ঘনিষ্ঠতা। সম্পর্ক যত মাখোমাখো হতে থাকে পাল্লা দিয়ে ততই বাড়ে মনোজের অত্যাচার। শেষপর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ওই তরুণী। তারপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে ওই যুবক। অবস্থা এমন পর্যায়ে যায় যে, রৌরকেলা ছেড়ে কলকাতায় পালিয়ে আসেন তিনি। এখানে এসে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি কল সেন্টারে কাজ নেন। থাকতে শুরু করেন লেকটাউনে। পুলিশকে তিনি জানিয়েছেন,  শহর বদলালেও মনোজের হাত থেকে নিষ্কৃতি পাননি। উলটে তাঁর এক বান্ধবীকেও ব্ল্যাকমেল করা শুরু করেছে ওই বি টেক ইঞ্জিনিয়ার। সুপার ইম্পোজ করে বান্ধবীর নগ্ন ছবি তৈরি করেছে। সেগুলি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এসকর্ট সার্ভিসের যে ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে তাঁদের দু’জনের ফোন নম্বর দিয়ে জীবন দুর্বিসহ করে ছেড়েছে।

[গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পণের দাবিতে খুনের অভিযোগ দায়ের]

মার্চ মাসের তিন তারিখ বিধাননগর সাইবার থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ। গত শুক্রবার পুরীর জগন্নাথ কলোনির বাড়ি থেকে মনোজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। সেগুলি নগ্ন ছবিতে ভর্তি। আরও এমন কিছু তাতে রয়েছে যা দেখে মনোজকে বিকৃতকাম বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। শুধু এই দুই তরুণী মনোজের শিকার,  নাকি অন্য কাউকে সে ব্ল্যাকমেল করত, জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।

The post সম্পর্কে বিচ্ছেদের রোষ, প্রেমিকার নগ্ন ছবি এসকর্ট সার্ভিসের সাইটে ছড়াল প্রেমিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার