অর্ণব আইচ: কলকাতার পুলিশ (Kolkata Police) তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন দিল্লির ব্যবসায়ী। গুগল থেকে নম্বর জোগার পুলিশ কমিশনারকে ফোন করে উদ্ধারের আবেদন অপহৃত ব্যবসায়ী। লোকেশন ট্র্যাক করে শেষপর্যন্ত মাদুরদহ এলাকা থেকে অপহৃত সেই ব্যবসায়ীকে উদ্ধার করল কলকাতা পুলিশ। অপহরণের অভিযোগে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানার পুলিশ। বাকিরা পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
দিল্লির পাইপ লাইন ব্যবসায়ী অশোক থাপা দিন পনেরো আগে কলকাতায় এসেছিলেন। কলকাতার এক ব্যবসায়ী কুন্তল গুছাইতের সঙ্গে তাঁর ব্যবসায়িক কাজ ছিল। সেখানে দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল বলে খবর। এরপরই ৬ দিন আগে ইডেন গার্ডেন্স এলাকা থেকে অশোককে অপহরণ করা হয় বলে অভিযোগ। প্রথম দু’দিন তাঁকে হোটেলে রাখা হয়েছিল। পরে চারদিন ধরে মাদুরদহের একটি পরিত্যক্ত গুদামে আটকে রাখা হয় অশোককে।
[আরও পড়ুন: পেটের অসুখের অজুহাত! অনুব্রতর মেডিক্যাল ওয়ার্ডে ঠাঁই নিতে মরিয়া দেহরক্ষী সায়গল?]
কীভাবে মুক্তি পাবেন তা বুঝেই উঠতে পারছিলেন না অপহৃত ব্যবসায়ী। শেষপর্যন্ত পুলিশকে ফোন করেন তিনি। পরিত্যক্ত গুদামে আটকে থাকাকালীন গুগল থেকে কলকাতার পুলিশ কমিশনারের (Kolkata CP) নম্বর জোগার করেন দিল্লির ব্যবসায়ী। ফোন করে উদ্ধারের কাতর আরজি জানান তিনি। এরপরই লোকেশন ট্র্যাক করে ব্যবসায়ীকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ।
ব্যবসায়ী কুন্তল গুছাইতের পাশাপাশি তার তিন সহযোগী আলি, শাহনাজ এবং শম্ভুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরেই দিল্লির ব্যবসায়ীকে অপহরণ করা হয়।
