সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বোনাস নিয়ে কলকাতা এবং রাজ্য পুলিশের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। উৎসবের মরসুমে সিভিক ভলান্টিয়ারদের বোনাস নিয়ে বিতর্কে রাশ টানতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সিভিক ভলান্টিয়াররা একই পরিমাণে বোনাস পাবেন বলেই এক্স হ্যান্ডলে ঘোষণা তাঁর।
বিতর্কের সূত্রপাত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট ঘিরে। দুটি স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেন, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা বোনাস পাচ্ছেন ৫ হাজার ৩০০ টাকা। আর রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা ২ হাজার টাকা করে বোনাস পাচ্ছেন। দক্ষিণ কলকাতাকেন্দ্রীক প্রশাসন পক্ষপাতদুষ্ট বলেই অভিযোগ করেন শুভেন্দু।
[আরও পড়ুন: দেবীপক্ষে জনসংযোগের জোর অভিষেকের, হাওড়া ও ডায়মন্ড হারবারে একাধিক কর্মসূচি]
আর তাই এই টুইট ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। এরপরই এক্স হ্যান্ডলে মমতা লেখেন, “অসৎ উদ্দেশ্যে কিছু রাজনৈতিক দল এবং নেতা কলকাতা এবং রাজ্য পুলিশের মধ্যে বৈষম্য তৈরি করতে চাইছে। আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মতো ৫ হাজার ৩০০ টাকা পুজোর বোনাস পাবেন। আশাকর্মীরাও প্রত্যেকে ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস পাবেন।”
মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পুজোর কাজের চাপের মাঝে সিভিক ভলান্টিয়ার নয়া উদ্যম পাবে বলেই মনে করছেন অনেকেই।