shono
Advertisement
​Kolkata ​Metro

সাতসকালে মেট্রো বিভ্রাট! যান্ত্রিক গোলযোগে ব্যাহত পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

বৃহস্পতিবার সকালে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সদন মেট্রো গোলমালের জন্য পরিষেবা ব্যাহত হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 08:09 AM Jan 22, 2026Updated: 11:30 AM Jan 22, 2026

সাতসকালে মেট্রো (Kolkata Metro) বিভ্রাট! ফের যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রোর চাকা। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগ। যার ফলে মেট্রো শুরু হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ব্যাহত পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে আংশিকভাবে পরিষেবা মিলছে বলে জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সদন মেট্রো গোলমালের জন্য পরিষেবা ব্যাহত হয়েছে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহিদ ক্ষুদিরাম থেকে উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সাতসকালে এই গণ্ডগোলের জন্য ভোগান্তি যাত্রীদের। সকালে স্কুল পড়ুয়া ও অফিস যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, খুব দ্রুতই তারা সমস্যার সমাধান করতে পারবে। তবে এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ভোগান্তি শুরু হয়েছে। বিশেষ করে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে বারবার সমস্যা দেখা দিচ্ছে। যদিও এখন কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রোই যায় না।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের একটা বড় অংশের পরিষেবা। মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা একেবারে বন্ধ ছিল। সেদিনও ব্যস্ত সময়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। সেই সময় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণে ব্যাহত হয়েছে পরিষেবা। তারপর আজ, বৃহস্পতিবার ফের যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত পরিষেবা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement