shono
Advertisement
Pahalgam terror attack

৫ দিনেই মিলল 'ডেথ ক্লেমে'র ১ কোটি ৭০ লক্ষ, পহেলগাঁওয়ে মৃত সমীরের পরিবারের পাশে LIC

১ কোটি ৭০ লক্ষ টাকা তুলে দিল সংস্থার আধিকারিকরা।
Published By: Subhankar PatraPosted: 01:39 PM Apr 27, 2025Updated: 03:26 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হানায় মৃত্যু হয়েছে বেহালার বাসিন্দা সমীর গুহর। এই ঘটনার ৫ দিনের মধ্যে পরিবারের হাতে ডেথ ক্লেমের টাকা তুলে দিল জীবন নিগম সংস্থা বা এলআইসি। শনিবার তাঁর স্ত্রীর হাতে ১ কোটি ৭০ লক্ষ টাকা তুলে দিল সংস্থার আধিকারিকরা। সাধারণত ডেথ ক্লেমের টাকা পেতে বেশ খানিকটা সময় লাগে। এক্ষেত্রে নতুন নজির স্থাপন করল এই সংস্থা।

Advertisement

জঙ্গি হামলায় নিহত সমীর বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা। তিনি এলাকার কেএমডিও-II শাখায় জীবন বিমা করিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর ডেথ ক্লেমের টাকা পেতে আবেদন করে পরিবার। তার জন্য তড়িঘড়ি যাবতীয় কাগজপত্র জোগাড় করে কর্তৃপক্ষ। প্রক্রিয়া সম্পূর্ণও হয়। সেই কাজ শেষ হতেই সমীরবাবুর বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে চেক তুলে দিয়ে আসেন কর্তারা।

সেই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে নিহত সমীরবাবুর স্ত্রীর হাতে টাকা তুলে দেওয়ার ছবি দিয়ে লেখা হয়েছে, 'সব সময় এক কদম এগিয়ে! সরশুনা ব্রাঞ্চ ডেথ ক্লেমের ১ কোটি ৭০ লক্ষ টাকা তুলে দিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত সমীর গুহের স্ত্রী শর্বরী গুহের হাতে।'

এলআইসিতে ভারতের প্রচুর নাগরিক জীবন বিমা করেন। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় ডেথ ক্লেম করলে সাধারণত বেশ কিছুটা সময় লাগে। কাগজপত্র জোগাড় করে টাকা দিতে সময় লাগে। কিন্তু এই ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করায় প্রশংসা করা হয়েছে সর্বমহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও জঙ্গি হানায় মৃত্যু হয়েছে বেহালার বাসিন্দা সমীর গুহ।
  • এই ঘটনার ৫ দিনের মধ্যে পরিবারের হাতে ডেথ ক্লেমের টাকা তুলে দিল জীবন নিগম সংস্থা বা এলআইসি।
  • শনিবার তাঁর স্ত্রীর হাতে ১ কোটি ৭০ লক্ষ টাকা তুলে দিল সংস্থার আধিকারিকরা।
Advertisement