গৌতম ব্রহ্ম: আরও ১০ দিন বাড়ল স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। জুনের প্রথম থেকেই তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সে কথা মাথায় রেখেই পড়ুয়াদের জন্য গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বুধবার তিনি জানিয়েছেন, সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলবে আগামী ১৫ জুন।
এবছর গ্রীষ্মের শুরুতেই তীব্র গরম আর তাপপ্রবাহের (Heat wave) কারণে গত ২ মে থেকে রাজ্যের সমস্ত স্কুলে ছুটি পড়ে গিয়েছিল। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই আভাস ছিল, এক মাসের আগে স্কুল খোলা যাবে না। মে মাস কাটিয়ে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় স্কুলশিক্ষা দপ্তর। ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বদল হল।
[আরও পড়ুন: বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ উত্তরাখণ্ডের পাহাড় চূড়ায়, পোস্টারে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের]
গত কয়েক দিনে আবহাওয়ার উন্নতি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ জুন খুলবে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুলগুলি (Parimary Schools) ৭ তারিখ খোলার কথা ছিল। কিন্তু বুধবার হাওয়া অফিস ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, জুনের শুরু থেকে তাপপ্রবাহ চলবে। এরপরই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, “আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ চলবে এই অবস্থায় সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।”