shono
Advertisement
Akhilesh Yadav on Mamata Banerjee

'দিদিই পারেন দেশে বিজেপিকে রুখতে', নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের

অখিলেশের মন্তব্যে স্পষ্ট বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।
Published By: Sayani SenPosted: 02:50 PM Jan 27, 2026Updated: 03:41 PM Jan 27, 2026

লড়াই করে বিজেপিকে রুখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর এমনই দাবি সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। আসন্ন বিধানসভা নির্বাচনের পর 'দিদি'ই বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলেই আত্মবিশ্বাসী তিনি।

Advertisement

নবান্নে বৈঠকের পর মমতা এবং অখিলেশ যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা জানান, এদিন খুব অল্প সময় দু'জনের নবান্নে বৈঠক হয়েছে। এরপর অখিলেশ বলেন, "দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।"

দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।

রাজনৈতিক ওয়াকিবহালদের মতে, বিজেপিকে রুখতে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। সেই জোটে থাকা কংগ্রেসের সোনিয়া, রাহুলকে বারবার  মমতা ও অভিষেকরা আঞ্চলিক দলগুলিকে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন। তবে তা সত্ত্বেও ইন্ডিয়া জোটে সেভাবে কোনও লাভ হয়নি। এদিন অখিলেশের গলায় যেন প্রচ্ছন্ন হলেও সেই সুরই শোনা গেল। অখিলেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন সোনিয়া কিংবা রাহুল নন, ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন একমাত্র মমতাই। 

নবান্নে মমতা ও অখিলেশের বৈঠক। নিজস্ব চিত্র

অখিলেশের বক্তব্যে এদিনও উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধারে প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গ। পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। তাঁর মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেন’ ভুলতে পারেনি, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন - এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির।

বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এসআইআর-এর তীব্র বিরোধিতায় সরব হন অখিলেশ। সুর চড়ান বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অখিলেশের দাবি, "বাংলায় হারতে চলেছে বিজেপি। তাই ভোট কাটার জন্য এসআইআর। এটাই কমিশনের লক্ষ্য। কমিশনকে অস্ত্র করেছে বিজেপি।" 'দিদি'র প্রতি 'আস্থাশীল' অখিলেশ আরও বলেন, "বিজেপি বাংলায় সফল হবে না। বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদিই।" অখিলেশের মন্তব্যে স্পষ্ট বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement