shono
Advertisement
Mamata Banerjee

'মেয়েটা বিচার পাক', বিধানসভায় স্বাস্থ্য বাজেট আলোচনায় আর জি করের নির্যাতিতাকে স্মরণ মমতার

সঙ্গে রাজ্যে এসএসকেএম ও উত্তরবঙ্গে ক্যানসার হাব তৈরির কথা জানিয়েছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 04:10 PM Mar 19, 2025Updated: 05:55 PM Mar 19, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় স্বাস্থ্য বাজেট আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে আর জি কর কাণ্ড। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, "আমরাও চাই আর জি করের মেয়েটা বিচার পাক। ওর জন্য আমরা মর্মাহত।" পাশাপাশি রাজ্যের চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন তিনি। সঙ্গে রাজ্যে এসএসকেএম ও উত্তরবঙ্গে ক্যানসার হাব তৈরির কথা জানিয়েছেন তিনি।

Advertisement

গতবছর আগস্টে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধীরা বারবার রাজ্য শাসকদলকে নিশানা করতে থাকেন। তবে মুখ্যমন্ত্রী বারংবার দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই এখনও পর্যন্ত একমাত্র দোষী হিসাবে তুলে ধরেছে সিবিআই। তার সাজা হয়েছে। তবে মামলা চলছে। সুপ্রিম কোর্ট নির্যাতিতার বাবা-মাকে হাই কোর্টে নতুন করে মামলা করার অনুমতি দিয়েছে। এই আবহে ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, "আর জি করের জন্য মর্মাহত। মেয়েটা বিচার পাক। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলাকে অসম্মান করতে যাবেন না। মানবতা জাত দেখে না।" রাজ্যে ডাক্তার নিয়োগ নিয়ে বলেন, "একজন ডাক্তারকে অনেকদিন পড়াশোনা করে আসতে হয়। সব কিছুর একটা প্যারামিটার থাকে। এগুলো সিস্টেম। মেডিক্যাল কাউন্সিল এই সিস্টেম করে। আমরা সেটা ফলো করি।"

এদিনের আলোচনায় রাজ্য ব্যবস্থার পরিবর্তন ও সামগ্রিক উন্নতির তথ্য দিয়ে বলেন, "ইনস্টিটিউশনাল ডেলিভারি। ৯৯.১৪% করতে পেরেছি। কয়েক বছরে ১০০ হয়ে যাবে। আগে ব্লাড ব্যাঙ্ক ছিল না, আইসিইউ ছিল না। ১০ হাজার ডাক্তার বাড়িয়েছি। ৭০ হাজার কোটি টাকা খরচ হয়েছে পাবলিক সেক্টরে।" এরপরই চ্যালেঞ্জের সুরে বলেন, "রাজ্যের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি স্বাস্থ্যক্ষেত্রে বাংলা দেশের সেরা। বিশ্বেও বড় নাম করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভায় স্বাস্থ্য বাজেট আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আর জি কর কাণ্ড।
  • বুধবার বিধানসভায় ঘটনায় প্রত্যেকেই মর্মাহত সে কথা জানিয়েছে বলেন, "আমরাও চাই আর জি করের মেয়েটা বিচার পাক। ওর জন্য আমরা মর্মাহত।"
  • পাশাপাশি রাজ্যের চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন তিনি।
Advertisement