shono
Advertisement
Maha Kumbh

'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ, ভিআইপিদের জন্য গরিবদের মারছেন', কেন্দ্রকে তোপ মমতার

মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা নিয়ে বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Paramita PaulPosted: 04:15 PM Feb 18, 2025Updated: 04:44 PM Feb 18, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প্রয়াগরাজে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কখনও পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু হচ্ছে। কখনও আগুন লাগছে। কখনও আবার মহাকুম্ভের পথে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা নিয়ে বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।"

Advertisement

মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। যা নিয়ে বারবার মমতা বলেছেন, এত বড় উৎসবের আয়োজন করার আগে উপযুক্ত পরিকল্পনা করা হয়নি। এদিনও ফের একই অভিযোগ করলেন তিনি। সঙ্গে তাঁর দাবি, ভিআইপিদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে গিয়ে গরিব মানুষদের মারা হয়েছে। মমতার কথায়, "মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গেছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।" মুখ্যমন্ত্রীর খোঁচা, "ধর্মের জন্য যারা এই মৃত্যু নিয়ে হাইপ তুলছেন তাদের আমি মেনে নিতে পারি না। সিরিয়াস বিষয় নিয়ে হাইপ তুলতে নেই।"

পরিকল্পনাহীনতা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, "মহাকুম্ভ শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত কোনও প্ল্যান হয়নি। দেখছেন না কোটি মানুষ। একটা ট্রেনে যেতে পারে?" রাজ্যে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, "গঙ্গাসাগর মেলার সময় আমরা কোনও ভিআইপি অনুমতি দিইনি। ধর্ম ঘরে পালন করার জন্য। ধর্ম বিক্রি করে দেশ ভাগ করছেন। আমরা ধর্ম বিক্রি করি না। ভিআইপিদের জন্য ভো-ভো করতে করতে গরিবদের মারছেন।"

মহাকুম্ভে গিয়ে বাংলার বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ নিয়ে যোগীরাজ্যের অব্যবস্থাকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। বললেন, "কাউকে ডেথ সার্টিফিকেট দেননি। শুধু একটা হ্যান্ড নোট। এর পর বলবেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। যদি ডেথ সার্টিফিকেট না দেন. পোস্টমর্টেম না হয় তাহলে কী হবে? আমরির ঘটনায় আমরা সবাইকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম।" একইসঙ্গে তাঁর তোপ, "কেএমডিএ সিরিয়াস ইস্যুতে লেবাররা মারা গেল। আপনারা কমিশন পাঠালেন। আর কুম্ভ নিয়ে আপনারা কটা কমিশন পাঠিয়েছেন?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াগরাজে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে।
  • মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা নিয়ে বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।"
Advertisement