ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো ও বিএলএদের বৈঠকের মাঝেই মাইক বিভ্রাট। সমস্যা দেখা দিতেই পুলিশ ও দলের কর্মীদের উপর বেজায় চটলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারবার এক সমস্যার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এরপরই পুলিশকে একহাত নিয়ে মমতার মন্তব্য, 'পুলিশ কী করছে? দেখে না? অ্যাকশন নেব।'
সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতোই শুরু হয় বৈঠক। সেখানেই এসআইআর পর্ব নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মমতা। বৈঠকের মাঝেই আচমকা বিগড়ে যায় মাইক। তা নিয়েই বেজায় চটেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "মাইক কাজ করে না কেন ইন্ডোরের? এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কী করে? দেখে না কেন? পার্টির লোক যারা থাকেন তারাই বা কেন সাহায্য করবেন না? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? আমি কিন্তু এবার অ্যাকশন নেব।"
তড়িঘড়ি সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় বৈঠক। প্রসঙ্গত, এদিনের বৈঠক থেকে বিজেপি ও কমিশনকে কার্যত তুলোধোনা করেছেন মমতা। তিনি বলেন, "যা বিজেপি অফিস থেকে বলা হচ্ছে তাই করছে কমিশন। একজন অফিসার আছেন তাঁকে বিজেপি যা নাম পাঠাচ্ছে তা বাদ দিচ্ছে।" ফুঁসে উঠে মমতা বললেন, "এরকম নির্লজ্জ কমিশন দেখিনি।" বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বললেন, "ওর থেকে দিল্লি কেড়ে নেব।"
