নব্যেন্দু হাজরা: ভর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট। শুক্রবার সিগন্যালিং সমস্যার জন্য শ্যামবাজার (Shyambazar) স্টেশনে থমকে গেল একের পর এক মেট্রো। চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। সন্ধে ৬টা ৪০ থেকেই এই পরিস্থিতিতে। কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railway) সূত্রে খবর, এই মুহূর্তে মেট্রো চলছে কবি সুভাষ থেকে রবীন্দ্রসদন পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজারে স্তব্ধ পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুতই সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ শ্যামবাজারে একের পর এক মেট্রো থমকে যায়। বড়সড় সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। পরে মেট্রোর তরফে ঘোষণা করে জানানো হয়, সিগন্যালের সমস্য়া চলছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ করা হয়। এদিকে, অফিস থেকে বাড়ি ফেরার ব্যস্ত সময়ে এমন মেট্রো বিভ্রাটে সকলেই অস্থির হয়ে ওঠেন।
[আরও পড়ুন: ইজরায়েল থেকে নিরাপদে দিল্লিতে বাংলার ৫৩ জন, রাজ্যে ফেরানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীর]
দক্ষিণেশ্বর থেকে শ্যামবাজার পর্যন্ত কার্যত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। কবি সুভাষ থেকে রবীন্দ্রসদন পর্যন্ত চলে মেট্রো। প্রায় আধঘণ্টা মেট্রোয় এমন পরিস্থিতির পর সন্ধে ৭.১৮ নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা। কিন্তু পুজোর আগের সপ্তাহে এমন বিভ্রাটের জেরে যাত্রীরা চূড়ান্ত নাকাল হয়েছেন। অফিসযাত্রীদের পাশাপাশি কেনাকাটার ভিড়ের মাঝে ভর সন্ধেবেলা মেট্রো স্তব্ধ হয়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়েন তাঁরা সকলে।