shono
Advertisement
Goddess Lakshmi

বছরের প্রথমদিন এসব আচার মেনেই করুন লক্ষ্মীপুজো, সংসারে সুখ-সমৃদ্ধি আসবেই!

বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ দূর হয়!
Published By: Subhankar PatraPosted: 09:57 PM Dec 30, 2025Updated: 09:57 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষ। সুখ-দুঃখ, ভালো-মন্দ মিলিয়ে কাটল ২০২৫। আগামী বছর যেন ভালো কাটে, এটাই সবার আশা। এদিকে নতুন বছর বৃহস্পতিবার। হিন্দুশাস্ত্রে, বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর দিন হিসাবে চিহ্নিত। নতুন বর্ষে দেবী লক্ষ্মীর আরাধনায় আসতে পারে সুখ-সমৃদ্ধি! দিনটিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই রীতিগুলি মেনে চলুন। যা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে!

Advertisement

প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম-নিষ্ঠা সহকারে লক্ষ্মীপুজো করা হয়। পদ্মের উপর আসীন দেবী লক্ষ্মী আধ্যাত্মিক পবিত্রতা ও অনাসক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভশক্তির জাগরণ ঘটায়, অশুভশক্তির বিনাশ করে। মন দিয়ে মা লক্ষ্মীর পুজো ও প্রার্থনা করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয়। বৃহস্পতি হল লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ দূর হয়। আর্থিক সমস্যারও সমাধান হয়। 

কীভাবে পুজো করবেন?

সকালে স্নান করে শুদ্ধ বসনে পুজোয় বসুন। হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করার বিধানও আছে শাস্ত্রে। পুজোর জায়গা আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিন। ভক্তিভরে দেবী লক্ষ্মীর পুজো করুন। সাফল্য আসবে। মনে করা হয়, বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতিও হয়। মনের মতো চাকরি পাওয়া যায়, সুখ-সমৃদ্ধি লাভ হয়, শরীর-স্বাস্থ্য ভাল থাকে।

লক্ষ্মী কেবলমাত্র সম্পদের দেবী নন, তিনি শুধু ধন-ই দেন না, জ্ঞান ও সচ্চরিত্রও প্রদান করেন। এককথায়, লক্ষ্মীপূজা করলে, মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। শুধুমাত্র তাই পুজোর দিন নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা হয়, তবে তা অক্ষয় সমৃদ্ধি প্রদান করে। আর, প্রতিদিন না পারলে, বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মীদেবীর পুজোর তিথি থাকলে তো অবশ্যই তাঁর পুজো করা উচিত।

ভুলেও যা করবেন না:

লক্ষ্মীপুজোর কিছু নিয়ম আছে। এর বিপরীত হলে তিনি রুষ্ট হবেন। তাই পুজোর সময় কখনওই ঘণ্টা বাজাবেন না। পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না। কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন, তিনি আবার এতে খুশি হন। লক্ষ্মীর আরাধনার সময় অবশ‍্যই আলপনা আঁকবেন। আলপনায় দেবীর পায়ের ছবিও আঁকবেন। মঙ্গলঘটের পাশেই তাঁর পা আঁকবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পড়বেন। মনে রাখবেন, স্টিলের বাসনপত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব‍্যবহার করা শ্রেয়। এসব নিয়মগুলো মানলে দেবী তুষ্ট হন। তাই গৃহসমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে যথাবিহিত নিয়মে দেবী লক্ষ্মীর আরাধনা করা গৃহস্থের একান্ত কর্তব্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর শেষ। সুখ, দুঃখ, ভালো-মন্দ মিলিয়ে কাটল ২০২৫। আগামী বছর যেন ভালো কাটে। এটাই সবার আশা।
  • এদিকে নতুন বছর বৃহস্পতিবার। নতুন বর্ষে  ভাগ্যের উন্নতির জন্য দেবী লক্ষ্মীর পুজো করুন। হিন্দুশাস্ত্রে, বৃহস্পতিবার দেবী লক্ষ্মীর দিন হিসাবে চিহ্নিত।
  • দিনটিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই রীতিগুলি মেনে চলুন। যা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে।
Advertisement