গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) অশান্তি ছড়ানো ও রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR দায়ের করার আরজি জানিয়ে আদালতের দ্বারস্থ আইনজীবী। সেই মামলার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করা যাবে কি না তা নিয়ে আগামী সপ্তাহে শুনানি হতে পারে হাই কোর্টে।
মামলাকারী আইনজীবী সুমন সিংহের অভিযোগ, নয়াগ্রাম, বড়জোড়া, পূর্ব মেদিনীপুরের কয়েকটি দলীয় সভায় শুভেন্দু বিজেপি কর্মীদের কখনও ব্যালট বাক্স ছিনিয়ে জলে ফেলার পরামর্শ দিয়েছেন। আবার কখনও রাজ্যে এমন অশান্তি করতে বলেন শুভেন্দু যাতে রাজ্যে ৩৫৫ ধারা জারি করা যায়। হিংসার পিছনে শুভেন্দু প্ররোচনা দিয়েছেন বলে মামলাকারী অভিযোগ। অভিযোগের স্বপক্ষে ভোট প্রচারের একাধিক রাজনৈতিক সভায় বিজেপি বিধায়কের মন্তব্য এবং কয়েকটি সাংবাদিক সম্মেলনের ভিডিও ফুটেজ, নথি তুলে ধরেছেন মামলাকারী।
[আরও পড়ুন: 'বিজেপির কাজ মানুষের রক্ত নেওয়া', ভোটে জখম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর তোপ মমতার]
প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে হলে হাই কোর্টের অনুমতি নিতে হবে। এই মর্মে 'রক্ষাকবচ' দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে মামলাকারী এফআইআরের আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেন। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন, "আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও কি FIR করতে পারবে না পুলিশ? সেই ব্যাক্তি কি নির্দোষ বলে দাবি করতে পারেন?" আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি।
