shono
Advertisement
Kalighat

৪ দিনের মাথায় কালীঘাটের যুবক খুনের কিনারা, অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

দোকানের সাইনবোর্ড ভাঙা নিয়ে বচসার জেরে এই খুন বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
Published By: Sayani SenPosted: 11:49 AM Jun 16, 2025Updated: 12:18 PM Jun 16, 2025

অর্ণব আইচ: কালীঘাটে ভরা রাস্তায় খুনের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় সোমবার সকালে অশেষ সরকার ওরফে পিকলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। সাইনবোর্ড নিয়ে বচসার জেরে এই খুন বলেই জানিয়েছেন তদন্তকারীরা। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার ভাবনাচিন্তায় পুলিশ।

Advertisement

গত ১৩ জুন, বেলা সাড়ে ৩টে নাগাদ ১৯ বেণীনন্দন স্ট্রিটের একটি দোকানের সাইনবোর্ড ভাঙা নিয়ে বিবাদের সূত্রপাত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত সৌমেন ঘরা কালীঘাটের বেণীনন্দন স্ট্রিটে একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন দুপুরে দোকানের মালপত্র, রাবিশ একটি লরিতে তুলে দেন শ্রমিকেরা। অভিযোগ, মালপত্র নিয়ে যাওয়ার সময় সেই লরি ধাক্কা দেয় পাশের একটি দোকানের সাইনবোর্ডে। ধাক্কায় সাইনবোর্ড ভেঙে যায় বলে অভিযোগ। তা নিয়ে দুই দোকানের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সে সময়ে ঘটনাস্থলে পৌঁছে ছুরি হাতে হামলা চালায় অশেষ সরকার ওরফে পিকলু। এরপর এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে সে। বেশ কয়েকজন পিকলুকে বাধা দিতে যান। তাঁরাও জখম হন। এরপর এলাকা ছাড়ে পিকলু। ইতিমধ্যে সৌমেনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় সৌমেনের।

তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। মাত্র চারদিনের মাথায় ঘটনার কিনারা করে কালীঘাট থানার পুলিশ। অশেষ সরকার ওরফে পিকলুকে গ্রেপ্তার করা হয়। এদিন আদালতে পেশ করা হবে তাকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনায় পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement