shono
Advertisement
Arms

জেল থেকে বেরিয়েই হাতে মুঙ্গেরি পিস্তল, অপারেশনের আগে ফের গ্রেপ্তার ‘খরগোশ’

কয়েক মাস আগে সে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে অস্ত্র-সহ ধরা পড়ে। জেল থেকে বেরিয়েই ফের নাশকতার ছক কষেছিল। উত্তর বন্দর থানার পুলিশ তা বানচাল করেছে।
Published By: Sucheta SenguptaPosted: 10:38 PM May 10, 2024Updated: 10:39 PM May 10, 2024

অর্ণব আইচ: ভোটের আগেই ফের কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ‘খরগোশ’। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পাওয়ার পর একটুও বদলায়নি সে। ফের উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় ‘খরগোশ’-এর তোলাবাজির দাপট। জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই সে জোগাড় করে নেয় মুঙ্গেরে তৈরি 7MM পিস্তল। বৃহস্পতিবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে অপারেশনের ছক কষে ওই কুখ‌্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে সেই খবর পেয়ে তাকে ফের গ্রেপ্তার করলেন উত্তর বন্দর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্র জানিয়েছে, 'খরগোশ'-এর আসল নাম কার্তিক সোনকার। যদিও পুলিশের কাছে সে অমিত সোনকার নামে পরিচিত। আগে কলকাতা থেকে খড়গপুরে (Kharagpur) গিয়ে ডাকাতির মতো অপরাধ সংগঠিত করে 'খরগোশ'। খড়গপুরের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেল হয় তার। কলকাতায় ফিরে আসার পর লালবাজারের (Lalbazar) গোয়েন্দাদের নজরেও পড়ে। তাই তার আসল বাড়ি উত্তর কলকাতার রবীন্দ্র সরণিতে হওয়া সত্ত্বেও গা ঢাকা দেয় হাওড়ার (Howrah) একটি ডেরায়।

[আরও পড়ুন: ফের শেক্সপিয়রের গল্পে অভিনয় অনির্বাণের! টলিউডের ‘রোমিও-জুলিয়েট’ কারা?]

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া ব্রিজ পেরিয়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এসে তোলাবাজি (Extortion) করত 'খরগোশ'। কয়েক মাস আগে সে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে অস্ত্র-সহ ধরা পড়ে। জেল থেকে বেরিয়ে ফের অস্ত্র জোগাড় করে ফেলে 'খরগোশ'। সেইমতো বৃহস্পতিবার রাতেও সে অস্ত্র (Arms) নিয়ে তোলাবাজি করতে নিমতলা ঘাটের কাছে আসে। সেখানে বড়সড় অপারেশনের ছক ছিল। কিন্তু সময়মতো তৎপর হয়ে পুলিশ তা বানচাল করে এবং গ্রেপ্তার (arrest) করে 'খরগোশ'কে। তাকে জেরা করে তার সঙ্গীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: টোকা ছবি লাপাতা লেডিজ! কিরণ রাওয়ের ছবি নিয়ে বিস্ফোরক আমিরের সহ-অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের মাঝে কলকাতায় বানচাল নাশকতার ছক।
  • মুঙ্গেরি পিস্তল-সহ উত্তর বন্দর থানার হাতে গ্রেপ্তার কুখ্যাত 'খরগোশ'।
  • জেল থেকে বেরিয়েই মুঙ্গেরি অস্ত্র জোগাড় করে সে।
Advertisement