shono
Advertisement
RG Kar case

আইনি জট! অভয়ার বাবা-মায়ের নতুন আবেদন নিয়মিত শুনানির তালিকা থেকে বাদ হাই কোর্টের

নির্দিষ্ট সময়ের পর নির্যাতিতার পরিবারকে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Published By: Tiyasha SarkarPosted: 08:32 AM Feb 06, 2025Updated: 08:32 AM Feb 06, 2025

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টে আর জি কর মামলা বিচারাধীন। সেখানে হাই কোর্টে একই বিষয়ের পৃথক মামলার শুনানি হবে কী করে? এমন একাধিক প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা-মায়ের নতুন আবেদন নিয়মিত শুনানির তালিকা থেকে বাদ দিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সুপ্রিম শুনানির পর নির্যাতিতার পরিবারকে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

আর জি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা-মা। বুধবার সেই আবেদনকে আপাতত 'আউট অফ লিস্ট' করে দেয় আদালত। ইতিপূর্বে গত শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আবেদন করে নিহত চিকিৎসকের বাবা-মা চেয়েছিলেন, হাই কোর্টকে মামলা শোনার নির্দেশ দিক শীর্ষ আদালত। তা এখনও বিচারাধীন। তার মধ্যেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আবার হাই কোর্টের কাছে আবেদন করা হয়। তারপরই নিজের প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়েছেন হাই কোর্টের বিচারপতি। বলেছেন, "যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন সেখানে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের কিছু করার নেই।”

শুক্রবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি ঘোষের তরফে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে নির্দেশ,  শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার পরে আবার তাঁদের হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এসবের মাঝেই অভয়ার পরিবারের তরফে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে তাঁর জন্মদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি। এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তোপ, "অভয়া মিছিল বলতে যেটা দেখা যায় সে তো ২০-২৫ জন তৃণমূল বিরোধী ডাক্তার আর বেশ কিছু সিপিএম আর নকশালপন্থী। একদিকে বিজিবিএস থেকে প্রতিনিধিদের যাতায়াত, আরেক পাশে বইমেলা চলছে। এর মধ্যে যদি রোজ বিশৃঙ্খলা তৈরি করতে যান, তাহলে যেদিন পুলিশ মনে করবে অনুমতি দেবে, যেদিন মনে করবে না অনুমতি দেবে না। এর সঙ্গে দলাদলির কোনও সম্পর্ক নেই।”

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি, রবিবার মিছিলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। নিহত চিকিৎসকের ৩২তম জন্মদিনে ওইদিন কলেজ স্ক্যোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত মৌন মিছিলের ডাক দেওয়া হয়েছে। ওই দিন আবার বইমেলা শেষ হচ্ছে। ওই শেষ দিনে বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে পৃথক জমায়েতের ডাক দিয়েছে রাত দখল মঞ্চ। জুনিয়র ডক্টরস ফ্রন্ট আবার ওইদিন আর জি কর হাসপাতালে চিকিৎসকের জন্মদিন পালন করবে। অভয়ার মা বলেছেন, "ওইদিন আমরা 'বিচার না পাওয়ার ছয়মাস'-এ প্রতিবাদে রাস্তায় থাকব। সকলকে রাস্তায় থাকার আহ্বান জানাচ্ছি। এই প্রথম বছর মেয়ে আমাদের কাছে নেই। আমরা চাইব ওইদিন সরকারি-বেসরকারি সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালে প্রতিবাদের আলো জ্বলুক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টে আর জি কর মামলা বিচারাধীন। সেখানে হাই কোর্টে একই বিষয়ের পৃথক মামলার শুনানি হবে কী করে?
  • এমন একাধিক প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা-মায়ের নতুন আবেদন নিয়মিত শুনানির তালিকা থেকে বাদ দিয়ে দিল কলকাতা হাই কোর্ট।
  • সুপ্রিম শুনানির পর নির্যাতিতার পরিবারকে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Advertisement