shono
Advertisement

Breaking News

RG Kar Case

সঞ্জয়ের শুনানিতে গরহাজির CBI-এর আইনজীবী,তদন্তকারী অফিসার, 'জামিন দিয়ে দেব?', ভর্ৎসনা আদালতের

'ইটস ভেরি আনফরচুনেট', সিবিআইয়ের ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ শিয়ালদহ আদালতের বিচারক পামেলা গুপ্তা।
Published By: Sucheta SenguptaPosted: 05:02 PM Sep 06, 2024Updated: 08:41 PM Sep 06, 2024

অর্ণব আইচ: হাই প্রোফাইল মামলা। আর তাতে চূড়ান্ত গাফিলতির অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে! শুক্রবার আর জি করে ধর্ষণ-খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ের জামিন মামলা ছিল। ভারচুয়াল শুনানি ছিল। অথচ সেখানে হাজিরই ছিলেন না সিবিআইয়ের আইনজীবী! এমন স্পর্শকাতর মামলায় আইনজীবী অনুপস্থিত কেন? তা নিয়ে চূড়ান্ত উষ্মাপ্রকাশ করলেন শিয়ালদহ আদালতের আইনজীবী। এমনকী তদন্তকারী অফিসারও হাজির ছিলেন না আদালতে।

Advertisement

শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলার ভারচুয়াল শুনানি শুরু হয় বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ। সঞ্জয় কান্নাকাটি করে জামিনের কথা বলেন। তাঁর হয়ে লিগাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন বিচারকের কাছে। পালটা সিবিআই-কে সওয়াল করতে বলেন বিচারক। আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজ করেন। কিন্তু তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ছিলেন সহকারী তদন্তকারী অফিসার। তাঁর কাছে বিচারক জানতে চান, ''আপনাদের আইনজীবী কোথায়? ভারচুয়াল শুনানি চলছে, আইনজীবী কোথায়?'' তাতে আধিকারিক জানান, তিনি আসছেন। কতক্ষণ লাগবে আসতে, জানতে চান বিচারক। বলেন, ফোন করে জিজ্ঞাসা করতে। তাঁর নির্দেশ পেয়ে এর পর এজলাসের বাইরে বেরিয়ে যান আধিকারিক। একটু পরে ফিরে এসে জানান, আইনজীবী আসছেন, রাস্তায় আছেন।

[আরও পডুন: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার ধরনায় আনিসের বাবা, সবুজ সংকেত হাই কোর্টের]

তা শুনে ফের রেগে যান বিচারক পামেলা গুপ্তা। বলেন, ''সাড়ে চারটে বেজে গিয়েছে, এখনও আসছেন? তাহলে কি এই কেসে আমি জামিন দিয়ে দেব? এটা তো সিবিআইয়ের তরফে চরম গাফিলতি!'' দীর্ঘ সময় পর অবশেষে সিবিআইয়ের আইনজীবী আদালতে পৌঁছন। তিনি সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেন। বিচারক সঞ্জয়কে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে। 

[আরও পডুন: ‘আমার সোনার বাংলা’, রবীন্দ্রনাথে আপত্তি, জাতীয় সঙ্গীত বদলের দাবি বাংলাদেশে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঞ্জয় রায়ের জামিনের শুনানিতে গরহাজির সিবিআইয়ের IO, আইনজীবী!
  • এমন হাই প্রোফাইল মামলায় সিবিআইয়ের চূড়ান্ত গাফিলতিতে ক্ষুব্ধ শিয়ালদহ আদালতের বিচারক।
Advertisement