shono
Advertisement
SIR in West Bengal

বঙ্গে SIR LIVE: কাদের ডাকা হতে পারে শুনানিতে? তালিকা মিলবে কমিশনের ওয়েবসাইটে

রইল দুই ওয়েবসাইটের ঠিকানা।
Published By: Sucheta SenguptaPosted: 09:40 AM Dec 16, 2025Updated: 02:30 PM Dec 16, 2025

দীর্ঘ অপেক্ষার অবসান। বঙ্গে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ায় পূর্বঘোষণামতো ১৬ ডিসেম্বর, মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশন প্রকাশ করল খসড়া ভোটার তালিকা। কাদের নাম রয়েছে খসড়া তালিকায়, দেখা যাচ্ছে তাও। মূলত যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তাঁদের নাম রয়েছে। ফর্ম ফিল আপ না করলে বুথভিত্তিক সেসব নামও রয়েছে ওয়েবসাইটে। রয়েছে মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও। এই সংক্রান্ত সমস্ত  খবরাখবরের জন্য নজর রাখুন সংবাদ প্রতিদিন. ইন-এর লাইভ আপডেটে।

Advertisement

দুপুর ১.১৩: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটকেন্দ্র ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে বাদ ১২৭ জন ভোটারের নাম। বিকেলে কালীঘাটের বাড়িতে বিএলএ-২, কাউন্সিলরদের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী।

দুপুর ১২.৫৬: উত্তর ও  দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে।

দুপুর ১২.৪২: খসড়া ভোটার তালিকা থেকে বাদ আলিপুরদুয়ারের ৯৫ হাজার ২৮৬ জন ভোটারের নাম। জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তাঁদের জন্য আগামী একমাস সময় রয়েছে নাম তোলার। 

বেলা ১১.২৯: খসড়া ভোটার তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা দেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা শাসক শিবিরের। তাঁর দাবিমতো ১ কোটি রোহিঙ্গা, বাংলাদেশি নয়, ভুয়ো ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮। তৃণমূলের দাবি, একজনও রোহিঙ্গা নেই।

বেলা ১১.১৪: কোন কেন্দ্রে বাদ কত ভোটারের নাম? খসড়া তালিকা অনুযায়ী, নন্দীগ্রামে বাদ পড়েছে সাড়ে ১০ হাজারের বেশি নাম। ভবানীপুরে বাদ ৪৪, ৭৮৭ জনের নাম। বালিগঞ্জে ৬৫, ১৭১, টালিগঞ্জে ৩৫,৩০৯ জনের নাম বাদ পড়েছে।

সকাল ১০.৪৫: কাদের ডাকা হতে পারে শুনানিতে? সেই তালিকা মিলবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। সূত্রের খবর, খসড়ার প্রকাশের পর অর্থাৎ আজ থেকে আগামী ৭ দিনের মধ্যে শুনানির জন্য ডাক পাবেন ভোটাররা। তাঁদের শুনানির দিন জানানো হবে।শুনানি করবেন একজন ERO, ২ জন AERO। নির্দিষ্ট বুথের নির্দিষ্ট কেন্দ্রে হবে শুনানি। কমিশনের নির্ধারিত দিনে কোনও ভোটার শুনানির জন্য উপস্থিত হতে না পারলে দেওয়া হবে বিকল্প সময়। ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই পদ্ধতি।

সকাল ১০.৪০: বাদ যাওয়া নাম ভোটার তালিকায় তুলতে আজ থেকেই শুরু পদ্ধতি। বিএলও-দের বুথে বসে ভোটারদের সহযোগিতা করতে হবে বলে জানানো  হয়েছে কমিশনের তরফে। 

সকাল ১০.৩৫: খসড়া ভোটার তালিকা দেখা যাবে কমিশনের অ্যাপ - ECINET. কীভাবে দেখবেন নিজের নাম? এই অ্যাপটি খোলার পর দেখবেন সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। তাতে ‘ক্লিক’ করলে নতুন পাতা খুলে যাবে। তারপর ক্লিক করতে হবে ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কি না।

সকাল ১০.৩০: খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।

সকাল ১০.১৯: SIR-এর খসড়া তালিকায় অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার।

সকাল ১০.১৬: কমিশনের দেওয়া খসড়া তালিকায় নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮।সকাল ১০: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম প্রায় ৫৮ লক্ষ। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটারদের নাম।

সকাল ৯.৩০: কীভাবে দেখবেন খসড়া ভোটার তালিকা?  https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন বাঁদিকে রয়েছে EPIC Number এবং ডানদিকে রাজ্যের নাম দেওয়া জায়গা। এই দুই জায়গা পূরণ করতে হবে। অর্থাৎ আপনার EPIC Number এবং রাজ্যের নাম দিন। এর নিচে রয়েছে একটি captcha code, পাশের খালি জায়গায় কোড বসান। তার নিচে পাবেন SEARCH অপশন। সেখানে ক্লিক করলে নিজের নাম দেখতে পাবেন।

সকাল ৯.১০: প্রকাশিত খসড়া ভোটার তালিকা।কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/ এ ক্লিক করলে প্রথমে দেখা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement