shono
Advertisement
Deadbody

SIT গড়েই কাজ শুরু পুলিশের, গল্ফগ্রিনে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের জালে ১

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা আতিকুর লস্করকে আটক করেছে পুলিশ, সে এই ঘটনায় মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।
Published By: Sucheta SenguptaPosted: 12:57 AM Dec 14, 2024Updated: 12:57 AM Dec 14, 2024

অর্ণব আইচ: ২৪ ঘণ্টা না কাটতেই গল্ফগ্রিনের আবর্জনা স্তূপে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের তদন্তে অনেকটা এগিয়ে গেল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তিনটি থানার অফিসারদের সমন্বয়ে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের পরই তদন্তে নেমে অভিযুক্ত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, তার নাম আতিকুর লস্কর। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসকডাঙা পঞ্চগ্রামের বাসিন্দা আতিকুর। সূত্রের খবর, এদিন রাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন সিটের সদস্যরা। দ্রুতই এই ঘটনার কিনারা হবে বলে আশাবাদী পুলিশ।

Advertisement

তদন্ত সূত্রে আরও খবর, যে মহিলার কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল গল্পগ্রিনের ভ্যাট থেকে, তাঁর নাম খাদিজা বিবি। মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা। বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে। শুক্রবার তাঁর দেহাংশ উদ্ধারের পর খোঁজখবর নিয়ে দক্ষিণ ২৪ পরগনার সূত্র পান তদন্তকারীরা। সন্ধ্যায় গল্পগ্রিন, নেতাজিনগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট তৈরি হওয়ার পর তাঁরা তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনায় পাড়ি দেন। বাসকডাঙার পঞ্চগ্রাম থেকে আতিকুর লস্করের খোঁজ মেলে এবং তাঁকে আটক করেন সিটের সদস্যরা। রাতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এই হত্যাকাণ্ড সম্পর্কিত তথ্য জানতে মরিয়া তদন্তকারীরা। আতিকুরের সঙ্গে মৃত খাদিজার কী সম্পর্ক ছিল, কেনই বা এমন একটা কাণ্ড ঘটল, এসব প্রশ্ন করা হয়। 

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, প্রেমঘটিত টানাপোড়েনের কারণে খাদিজাকে মৃত্যুমুখে পড়তে হয়েছে। তাঁর মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে খুন এবং তারপর গলা কেটে দেহাংশ ফেলা হয়েছে গল্ফগ্রিনের আস্তাকুঁড়েতে। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পথেই আতিকুর লস্কর নামে ব্যক্তির খোঁজ মেলে। সিটের অনুমান, সেই খাদিজা খুনে মূল অভিযুক্ত।  জিজ্ঞাসাবাদ করে দ্রুত এর কিনারা করতে চাইছেন তদন্তকারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement