সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অ্যাকশনে'র পরই ব্যবস্থা প্রশাসনের। পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে বন্ধ ৬টি রেস্তরাঁ। বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয়। যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষের দাবি, ওই রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের কোনও সম্ভাবনা নেই। কারণ, ফায়ার অ্যার্লামের সুবন্দোবস্ত রয়েছে।
প্রশাসন সূত্রে খবর, অগ্নি সুরক্ষা বিধি না মানায় ওই রেস্তরাঁগুলি সিল করে দেওয়া হয়েছে। যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি,"প্রশাসনের তরফে বলা হচ্ছে, সিলিন্ডার সারি সারি দাঁড়িয়ে রয়েছে তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে লাইসেন্স রয়েছে। সেনসার লাগানো রয়েছে। গ্যাসের সামান্য গন্ধ পাওয়া গেলেই ফায়ার অ্যালার্ম বাজছে। আগুনের ফুলকি দেখলেই অগ্নি নির্বাপণ যন্ত্র কাজ করতে শুরু করবে।" প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে খবর।
দিঘা থেকে ফেরার পর বৃহস্পতিবার মেছুয়া বাজারে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা পার্ক স্ট্রিটে চলে যান। ম্যাগমা হাউসের সামনে ২৪টি গ্যাস সিলিন্ডার দেখে রেগে যান। ওই জায়গায় থাকা সিলিন্ডার বিস্ফোরণ হলে কমপক্ষে ৫০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ছাদ আটকে রেস্তরাঁ করা যাবে না বলে জানান তিনি। দুপুরেই কলকাতা পুরসভা, দমকল কর্মী এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দেন। সেইমতো রেস্তরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে তারা। এরপর ম্যাগমা হাউসের ৬টি রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়। অগ্নি সুরক্ষা বিধি না মানায় ওই রেস্তরাঁগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
