নব্যেন্দু হাজরা: আইপিএলের ম্যাচ দেখে যেন বাড়ি ফিরতে ক্রিকেটপ্রেমীদের অসুবিধা না হয়, তার জন্য আগেই বিশেষ মেট্রো এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। এবার ম্যাচের দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহন দপ্তর। সবমিলিয়ে শহরের নানা দিকে ২৩টি বাস ছাড়বে ম্যাচের দিন। এসপ্ল্যানেড থেকে বাস ধরতে পারবেন ইডেনফেরত জনতা।

আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সব থেকে দামি ও অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলতি মরশুমের প্রথম ম্যাচই রয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাইভোল্টেজ ম্যাচের টিকিট ইতিমধ্যেই নিঃশেষ। ওই ম্যাচের দিন থেকেই চলবে বিশেষ বাস পরিষেবা। এবারের আইপিএলে সাতটি ম্যাচ খেলা হবে ইডেনে। প্রত্যেক দিনই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে এসপ্ল্যানেড থেকে। ২২ মার্চ শনিবার, ৩ এপ্রিল বৃহস্পতিবার, ২১ এপ্রিল সোমবার, ২৬ এপ্রিল শনিবার, ৭মে বুধবার নাইটদের ম্যাচ রয়েছে। সেদিন মিলবে বিশেষ বাস। ২৩মে কোয়ালিফায়ার এবং ২৫মে ফাইনালের দিনও বিশেষ বাসের ব্যবস্থা থাকছে।
কোনদিকে যাবে বিশেষ বাসগুলি? ২৩টি বাসের ব্যবস্থা থাকবে এসপ্ল্যানেড থেকে। ঠাকুরপুকুর, নিউটাউন, ডানলপ, বালিগঞ্জ, গড়িয়া, হাওড়া, এয়ারপোর্ট, বারাসাত, নীলগঞ্জ, কামালগাজি, হরিদেবপুর, মন্দিরতলা, টিকিয়াপাড়া, টালিগঞ্জ, বেলেঘাটার মতো একাধিক এলাকায় যাবে বাসগুলি। খেলা শেষ হওয়ার পরেই বাসগুলি ছাড়বে ইডেনের লাগোয়া এলাকা থেকে। এই বাসের যে ভাড়ার তালিকা রয়েছে সেই অনুযায়ী ভাড়া দিতে হবে যাত্রীদের।
প্রসঙ্গত, কলকাতায় আইপিএলের ম্যাচের দিনগুলিতে যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি সিএবি ও কলকাতা নাইট রাইডার্সের আবেদন মেনে শনিবার এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।