shono
Advertisement

‘পরিস্থিতি খারাপ হতেই দায় এড়াচ্ছে রাজ্য সরকার’, ফের তোপ দাগলেন দিলীপ ঘোষ

পাশাপাশি রেশন দুর্নীতি এবং আক্রান্ত-মৃত্যুর তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছেন তিনি। The post ‘পরিস্থিতি খারাপ হতেই দায় এড়াচ্ছে রাজ্য সরকার’, ফের তোপ দাগলেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:31 PM Apr 28, 2020Updated: 05:31 PM Apr 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। করোনা পরিস্থিতি রাজ্যের হাতের বাইরে চলে গিয়েছে। তাই দায় এড়াতে শুরু করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকে নিজের বাড়িতে এমনই অভিযোগ করলেন তিনি সাংবাদিক সম্মেলনে। পাশাপাশি রেশন দুর্নীতি এবং আক্রান্ত-মৃত্যুর তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছেন দিলীপ ঘোষ।

Advertisement

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য সরকার প্রথমদিকে শুধু রাজনীতি করে গিয়েছে। রাজনীতি থেকে সরে আসলে এই পরিস্থিতি হত না। এখন সরকার বুঝতে পারছে, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তাই দায় এড়াতে শুরু করেছে। এখন রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে রাজ্যে। তিনি বলেছেন, ‘রাজ্যের ৯ কোটি ৪০ লক্ষ মানুষের বিনামূল্যে রেশন পাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক মানুষও ঠিকঠাক রেশন পাচ্ছেন না। রেশন ডিলাররা কোথাও কোথাও মাথাপিছু বিনামূল্যের চাল-গম পরিবারপিছু দিয়ে দিচ্ছেন। তাই সব মানুষ খাদ্য পাচ্ছেন না। কুপন দেখালেও রেশন পাচ্ছেন না মানুষ। এর জবাব কে দেবে?’

[আরও পড়ুন: দুস্থদের খাবার বিলি করতে যাওয়ার পথে বিজেপি কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল]

এদিন দলীয় সাংসদ সুকান্ত মজুমদারকে পুলিশ আটকানোর ঘটনা নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘একজন নির্বাচিত সাংসদ। তিনি ২৩ মার্চ লকডাউনের আগে বাংলায় চলে এসেছেন। একমাস ঘরেও থেকেছেন। এখন তাঁকে বাইরে বেরোলে আটকে দেওয়া হচ্ছে। ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না। অথচ শাসকদলের নেতা-মন্ত্রীরা সব জায়গায় যাচ্ছেন, ত্রাণ বণ্টন করছেন। মন্ত্রী সুজিত বোসকে সবসময় দেখা যাচ্ছে ত্রাণ দিচ্ছেন। কিন্তু আমাদের বেলায় সংক্রমণের আশঙ্কা দেখতে পাচ্ছে পুলিশ।’

করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যা নিয়ে রাজ্য তথ্য গোপন করছে বলে একাধিকবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। এদিনও দিলীপ ঘোষ দাবি করেছেন, ‘রাজ্য সরকার আক্রান্ত ও মৃতের সংখ্যা চাপার চেষ্টা করছে। লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে লাশ লোপাট করছে। আর প্রশ্ন করলেই রাজনীতি করার অভিযোগ করছে সরকার। ২৩ এপ্রিল রাজ্য সরকার স্বীকার করে নেয় বাংলায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এমন প্রচার করা হচ্ছে, রাজ্যে আক্রান্তের তুলনায় মৃত্যুর হার সারা দেশের মধ্যে কম। কিন্তু সে তথ্য ভুল। কারণ ৫৭ জনের মৃত্যু ধরলে মৃত্যুর হার অনেক বেশি গোটা দেশের তুলনায়।’ এই পরিস্থিতিতে রাজনীতি দূরে সরিয়ে রেখে একসঙ্গে করোনা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি।

[আরও পড়ুন: করোনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, বাড়িতেই মৌন প্রতিবাদ বঙ্গ বিজেপির]

The post ‘পরিস্থিতি খারাপ হতেই দায় এড়াচ্ছে রাজ্য সরকার’, ফের তোপ দাগলেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement