shono
Advertisement

‘আমার নাম বলতে PA-কে চাপ দিচ্ছে’, ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজিত বসুর

'যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে', হুঁশিয়ারি দমকল মন্ত্রীর।
Posted: 07:10 PM Oct 28, 2023Updated: 07:23 PM Oct 28, 2023

বিধান নস্কর, দমদম: দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন ইডির (ED) হাতে। এর পরিপ্রেক্ষিতে ইডির বিরুদ্ধে বিস্ফোরক দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। শনিবার ১০০ দিনের কাজের টাকা প্রাপ্তির দাবিতে পথসভায় যোগ দিয়ে তাঁর অভিযোগ, ”ইডি আমার আপ্ত সহায়ককে চাপ দিচ্ছে, আমার নাম বলার জন্য।”

Advertisement

১০০ দিনের কাজের মজুরি, আবাস যোজনা ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদে এদিন কলকাতার এক পথসভায় ইডিকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। তাঁর আপ্ত সহায়ক নিতাই দত্তকে বারবার ডেকে সুজিত বোসের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, ”আমি বলছি, কোনও নেতা যদি দোষ করেন তাহলে নিশ্চয়ই তাঁদের গ্রেপ্তার করুক। কিন্তু অনেকের কোনও দোষ না থাকা সত্ত্বেও তাঁদের নানাভাবে হেনস্তা শুধু করছে না, তাঁদেরকে অসুস্থ করে দিচ্ছে এমন এমন জেরা তারা করছে। এই তো আমার আপ্ত সহায়কের সঙ্গে তেমন ব্যবহার করেছেন ইডি অফিসাররা। আমার পিএ-র (PA) নাম নিতাই দত্ত, সবাই জানেন। নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হল ইডিকে। ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ তাঁকে করা হল। তাঁর বাড়ি থেকে কিছু পেল না। তখন চাপ দিতে থাকল। বলতে হবে একটাই নাম – সুজিত বোস। বলে দাও সুজিত বোসের নাম, লিখে দাও নামটা, তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার?”

[আরও পড়ুন: মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, হীরানন্দানির থেকে কী কী নিয়েছেন? জানালেন তৃণমূল সাংসদ]

এর পর তিনি ইডির উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ”সুজিত বসুর রাজনৈতিক কেরিয়ার ৪২ বছরের। সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে টাকার বিনিময়ে লোককে চাকরি দেবে। জীবনে এই কাজ আমি কোনওদিন করিনি। যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনদিনও ও বলবে না যে সুজিত বসু এই কাজ ওকে করতে বলেছে।” তাঁর হুঁশিয়ারি, ”ওই নিউটউনের থার্ড ল আছে না, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা মনে রাখবেন, যে যেমন করবেন তার প্রতিক্রিয়া তেমন হবে।”

[আরও পড়ুন: ১১ নভেম্বর পর্যন্ত জেলে বাকিবুর, মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement