shono
Advertisement

দীর্ঘ আইনি লড়াইতে মিলল সাফল্য, অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন অনামিকা

ববিতা সরকারের জায়গায় চাকরি পেলেন অনামিকা।
Posted: 09:10 PM Sep 20, 2023Updated: 09:11 PM Sep 20, 2023

দীপালি সেন: অবশেষে মিলল সাফল্য। কলকাতা হাই কোর্টের নির্দেশের প্রায় চার মাস পর নিয়োগপত্র হাতে পেলেন অনামিকা রায়। বুধবার মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর ডিরোজিও ভবনে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হয় তাঁর।

Advertisement

তৎকালীন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। গত ১৬ মে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ববিতাকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেয় আদালত। জুনের প্রথম সপ্তাহের মধ্যে দুই কিস্তিতে সুদ-সহ ১৫ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দেন বিচারপতি। ‘ভুল করেছিলেন ববিতাই’, মন্তব্য আদালতের। তবে বেতন বাবদ পাওয়া টাকা ফেরাতে হয়নি ববিতাকে। ওই শূন্যপদে শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: সংগ্রামী যৌথ মঞ্চের পাশে শুভেন্দু, বর্ধিত বেতন দেবেন DA আন্দোলনকারীদের]

কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও নিয়োগপত্র পাননি অনামিকা। তাতে আগেই ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। তবে তারপরই বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। অবশেষে বুধবার পেলেন নিয়োগপত্র। “শিক্ষকতা করাই আমার ইচ্ছা। আজ স্বপ্নপূরণ হল”, বলেন তিনি।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বেতন প্রক্রিয়ায় বদল! রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বের মাঝেই তৎপর নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement