shono
Advertisement
SSC Recruitment Case

ব্রাত্যর বাড়ির সামনে থেকে ধরনা প্রত্যাহার ‘অযোগ্য’ চাকরিহারাদের, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

মন্ত্রীর বাড়ির ১০০ মিটার দূরেই তাঁদের ব্যারিকেট দিয়ে আটকে দেয় লেকটাউন থানার পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 04:44 PM Apr 26, 2025Updated: 04:47 PM Apr 26, 2025

বিধান নস্কর, দমদম: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে চাকরিহারাদের একাংশ। কিন্তু কিছুক্ষণ অবস্থানের পরই তাঁরা সেখান থেকে ধরনা প্রত্যাহার করে নেন। জানালেন, আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁরা কালীঘাটে যাবেন। আপাতত তাঁরা ফিরে যাচ্ছেন এসএসসি ভবনের সামনে। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে তাঁদের কোনও কথাবার্তা হয়নি।

Advertisement

শনিবার দুপুর দু’টো নাগাদ ব্রাত্যর বাড়ির সামনে পৌঁছে যান ‘যোগ্য’ তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক-শিক্ষিকারা। তবে মন্ত্রীর বাড়ির ১০০ মিটার দূরেই তাঁদের ব্যারিকেট দিয়ে আটকে দেয় লেকটাউন থানার পুলিশ। এরপরই তাঁরা সেখানে ধরনায় বসে পড়েন। পুলিশের তরফ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী এই মুহূর্তে বাড়িতে নেই। অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তাই তিনি দেখা করতে পারবেন না। এরপরই তাঁরা সেখান থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন বলে খবর।

সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে ‘যোগ্য’ শিক্ষকদের। মিলবে বেতনও। এরপরই তাঁদের একটি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকাটি ইতিমধ্যেই জেলায় জেলায় বিভিন্ন ডিআই অফিসে পাঠানো হয়েছে। কিন্তু এই তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা গত বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসেন। সেই সমস্ত চাকরিহারারাই আজ ব্রাত্যর বাড়ির সামনে ধরনায় বসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে চাকরিহারাদের একাংশ।
  • কিন্তু কিছুক্ষণ অবস্থানের পরই তাঁরা সেখান থেকে ধরনা প্রত্যাহার করে নেন।
  • জানালেন, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁরা কালীঘাটে যাবেন।
Advertisement