shono
Advertisement
Alipore Zoo

দর্শকদের সুবিধায় নয়া উদ্যোগ, আলিপুর চিড়িয়াখানায় হচ্ছে 'ক্লোক রুম'

দর্শকদের সুবিধার কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
Published By: Tiyasha SarkarPosted: 03:42 PM Jun 01, 2025Updated: 03:42 PM Jun 01, 2025

নিরুফা খাতুন: দর্শকদের কাঁধের ভার কমাতে চলেছে আলিপুর চিড়িয়াখানা। বেঙ্গল সাফারির পর এবার আলিপুর চিড়িয়াখানায় খোলা হবে ক্লোক রুম। দর্শকদের সুবিধার কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে আলিপুর কর্তৃপক্ষ। আলিপুর চিড়িয়াখানায় দর্শকসংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

Advertisement

শুধু যে শহর বা শহরতলির দর্শকরা আলিপুর চিড়িয়াখানায় আসেন তা নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসেন। এছাড়া দেশ-বিদেশের প্রচুর পর্যটক শহরে আসেন। কলকাতার পর্যটকদের কাছে ভিক্টোরিয়া, জাদুঘরের পাশাপাশি আলিপুর চিড়িয়াখানাও অন্যতম আকর্ষণীয় স্থান। ভিক্টোরিয়া, জাদুঘরে দর্শকদের জন্য ক্লোক রুমের ব্যবস্থা রয়েছে। কিন্তু আলিপুরে সেই পরিষেবা নেই। ফলে সমস্যায় পড়তে হয় বহু দর্শককে। ভারী ব্যাগপত্র নিয়ে চিড়িয়াখানা ঘুরতে হয়। আবার ক্লোক রুমের পরিষেবা না থাকায় অনেক পর্যটক চিড়িয়াখানা না ঘুরে ফিরে যান। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এবার চিড়িয়াখানায়ও ক্লোক রুম তৈরি করা হবে। সেখানে দর্শকরা নিজেদের ব্যাগপত্র, সামগ্রী রাখতে পারবেন। এর জন্য বাড়তি কোনও চার্জ নেবে না কর্তৃপক্ষ।

আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা অরুণ মুখোপাধ্যায় জানান, দর্শকদের আর খুব বেশিদিন ভারী ব্যাগপত্র কাঁধে নিয়ে ঘুরতে হবে না। তাঁদের সুবিধার জন্য চিড়িয়াখানায় ক্লোক রুম তৈরি করা হবে। সেখানে বিনামূল্যে নিজেদের মালপত্র রাখতে পারবেন দর্শকরা। শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে ক্লোক রুম রয়েছে। দর্শকরা বিনামূল্যে ক্লোক রুম ব্যবহার করতে পারেন। ব্রিটিশ আমলে তৈরি আলিপুর চিড়িয়াখানা। দেড়শো বছর তার বয়স। আগের থেকে অনেক উন্নত ও আধুনিক হয়ে উঠেছে এই পশুশালা। দর্শকদের জন্য পরিস্রুত পানীয় জল, পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। শিশুদের স্তন্যপানের জন্য ব্রেস্ট ফিডিং রুমের ব্যবস্থা রয়েছে।

বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের জন্য ব্যাটারি চালিত গাড়ি, হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। শীতের মরশুমে আলিপুরে দর্শকদের ভিড় সব থেকে বেশি থাকে। বাঘ, ভল্লুক দেখার সঙ্গে চিড়িয়াখানা প্রাঙ্গণে বসে বনভোজন সারেন দর্শকরা। বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসেন তাঁরা। অনেক দর্শক খেলার ব্যাডমিন্টন র‍্যাকেট বল নিয়ে আসেন। এইসব বোঝা নিয়ে তাঁরা চিড়িয়াখানা ঘোরেন। ক্লোক রুম হলে ভারমুক্ত হবেন দর্শকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দর্শকদের কাঁধের ভার কমাতে চলেছে আলিপুর চিড়িয়াখানা। বেঙ্গল সাফারির পর এবার আলিপুর চিড়িয়াখানায় খোলা হবে ক্লোক রুম।
  • দর্শকদের সুবিধার কথা ভেবে এই উদ্যোগ নিয়েছে আলিপুর কর্তৃপক্ষ।
  • আলিপুর চিড়িয়াখানায় দর্শকসংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
Advertisement