shono
Advertisement
Sealdah Station

রোজ রাতেই স্টেশনে হানা! পুলিশ কর্মীর স্ত্রীর ব্যাগ চুরি, দু’দিনেই বমাল গ্রেপ্তার

লিশ জানিয়েছে, দুষ্কৃতী নিয়ম করেই অপরাধ করতে স্টেশনে ঢুকত।
Published By: Paramita PaulPosted: 08:20 PM Mar 19, 2025Updated: 08:20 PM Mar 19, 2025

সুব্রত বিশ্বাস: চুরিই যেন পেশা। একেবারে নিয়ম মেনে মাঝরাতে শিয়ালদহ স্টেশনে ঢোকা। ভোরের ট্রেনে চুরি করে দক্ষিণ ২৪ পরগনার উস্তির গাজিপাড়ার বাড়িতে ফিরে যাওয়াই রুটিন ছিল গিয়াসউদ্দিন গাজির। রবিবার ভোরে ১৪ নম্বর প্ল‌্যাটফর্মে অপেক্ষারত রাজেশ পাল ও তাঁর স্ত্রীর ব‌্যাগ চুরি করে সরে পড়ে সে। ব‌্যাগে সোনার বালা, চার হাজার টাকা ও দু’টি মোবাইল ছিল।

Advertisement

ব‌্যাগটি এমন সময় চুরি যায় যে সে সময় রাজেশবাবু অভিযোগ করার সময় পাননি। সে সময় তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিলং যাচ্ছিলেন। কলকাতা পুলিশের এসআই রাজেশবাবু শিয়ালদহ ট্রাফিক গার্ডে তার সহকর্মীকে বিষয়টি জানালে তিনি জিআরপিতে অভিযোগ করেন। বুধবার মাঝরাতে শিয়ালদহ স্টেশনের থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারও করা হয়।

ধৃতকে জেরা করে গিয়াসউদ্দিনের উস্তির বাড়িতে হানা দেয় শিয়ালদহ জিআরপি। তার বাড়ি থেকে উদ্ধার হয় রাজেশ পালের চুরি যাওয়া ব‌্যাগ। সোনার বালা ও নগদ চার হাজার টাকা। যদিও গিয়াসউদ্দিন দাবি করেছে মোবাইল দু’টি বিক্রি করে দিয়েছে। চুরি যাওয়ার দু’দিনের মধ্যেই বমাল-সহ দুষ্কৃতী গ্রেপ্তারের পর রেল পুলিশ জানিয়েছে, দুষ্কৃতী নিয়ম করেই অপরাধ করতে স্টেশনে ঢুকত। ফলে তাকে ধরা সম্ভব হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একেবারে নিয়ম মেনে মাঝরাতে শিয়ালদহ স্টেশনে ঢোকা।
  • ভোরের ট্রেনে চুরি করে দক্ষিণ ২৪ পরগনার উস্তির গাজিপাড়ার বাড়িতে ফিরে যাওয়াই রুটিন ছিল গিয়াসউদ্দিন গাজির।
  • রবিবার ভোরে ১৪ নম্বর প্ল‌্যাটফর্মে অপেক্ষারত রাজেশ পাল ও তাঁর স্ত্রীর ব‌্যাগ চুরি করে সরে পড়ে সে।
Advertisement