shono
Advertisement

সারদা দেবীর আদলে ব্যঙ্গচিত্র পোস্ট! হিন্দু ভাবাবেগে আঘাতের দায়ে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের

বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগে সোচ্চার ঘাসফুল শিবির।
Posted: 06:57 PM Feb 16, 2024Updated: 07:29 PM Feb 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। তারই মাঝে X হ্যান্ডলে বিতর্কিত পোস্ট বঙ্গ বিজেপির। তৃণমূলের অভিযোগ, হিন্দু ভাবাবেগে আঘাত করেছে গেরুয়া শিবির। এই ইস্যুতে ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

Advertisement

বৃহস্পতিবার রাজ্য বিজেপি X হ্যান্ডলে ব্যঙ্গচিত্র পোস্ট করে। তাতে দেখা গিয়েছে, সবুজ পাড় সাদা শাড়ি পরে পা ছড়িয়ে বসে রয়েছেন এক মহিলা। তৃণমূলের দাবি, ওই মহিলার বসার ভঙ্গিমা সারদা দেবীর মতো। মুখের আদলে মিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাতে ফোন, ঘড়ি। পায়ে চটি। ওই ছবিতে লেখা রয়েছে, ‘‘আমি মদনেরও মা। আমি হাকিমেরও মা।’’ পাশে লেখা ‘মিথ্যা।’ আবার নিচে একই ছবিতে আবার লেখা, ‘‘ভোটের জন্য আমি অন্য দিকে তাকাই, যখন মদনের স্ত্রী হাকিম দ্বারা ধর্ষিত হয়।’’ তার পাশে লেখা ‘সত্যি।’

এই টুইটের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই গর্জে উঠেছে রাজ্যের ঘাসফুল শিবির। তাদের দাবি, মদন এবং হাকিম বলতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কথা উল্লেখ রয়েছে। তাছাড়া এই নাম দুটি ব্যবহার করে ধর্মীয় বৈষম্য করারও যে চেষ্টা হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই মত শাসক শিবিরের। পালটা তৃণমূলের তরফেও X হ্যান্ডলে বিতর্কিত ব্যঙ্গচিত্রটিকে পোস্ট করে লেখা হয়, ‘‘আর কত দিন আমাদের হিন্দু ভাইবোনদের আবেগ নিয়ে খেলা করবে বিজেপি? মা সারদা দেবীর ব্যঙ্গচিত্র করে তাঁকে পরিহাস করা হয়েছে, যা খুবই নিচু কাজ। এমনকি, বিজেপির জন্যও! এই কারণেই বাংলা সবসময় বিজেপিকে খারিজ করেছে, যারা সবসময় বিশ্বাস নিয়ে রাজনীতি করাকে গুরুত্ব দেয়। যেমন করে সুযোগসন্ধানীরা, যাঁদের কোনও নীতি থাকে না।’’

[আরও পড়ুন: ‘কুছ তো লোগ কহেঙ্গে’, সাংসদ পদে ইস্তফা দিয়েই কাজের খতিয়ান দিলেন মিমি চক্রবর্তী]

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘ধর্মের মেরুকরণ করতে আজ বিজেপি কতটা নিচে নামতে পারে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। হিন্দু-মুসলমান বা অন্য সম্প্রদায়ের ধর্মে বিশ্বাসী মানুষের প্রতি বিজেপির যে মানসিকতা ন্যক্কারজনক। এই ন্যক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হল সারদা দেবীকে। সারদাকে নিয়ে প্রকাশ্যে যে টুইট করেছে, তা আমাদের অবাক করেছে। আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন, আর কতদিন চলবে? ভদ্র হতে হবে। নিজের স্বার্থ চরিতার্থ করতে মা সারদাকেও ছাড়বেন না? বাংলার মাটিতে এই আচরণ চলে না। সারা ভারতের মাটিতে চলে না। মানুষ এর প্রতিবাদ করছে। ধিক্কার জানানোর ভাষা নেই।’’ এই ইস্যুতে ক্ষমা চেয়ে নিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

[আরও পড়ুন: ‘এখনই পথে নামুন, নষ্ট করার মতো সময় নেই’, ভারচুয়াল বৈঠকে লোকসভার সুর বাঁধলেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement