shono
Advertisement
Abhishek Banerjee

আর্মি-নেভি-এয়ারফোর্স! ভোটের আগে 'সেনা' সাজালেন 'সেনাপতি' অভিষেক, কার লড়াই কোথায়?

ভারতীয় সেনাবাহিনীর মতোই তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল। সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা, এই তিন বিভাগ রয়েছে, তৃণমূলেও এই রকম তিন বাহিনী রয়েছে বলে জানালেন অভিষেক।
Published By: Saurav NandiPosted: 05:08 PM Jan 12, 2026Updated: 05:56 PM Jan 12, 2026

ভারতীয় সেনাবাহিনীর মতোই তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল। সেনাবাহিনীতে যেমন স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা, এই তিন বিভাগ রয়েছে, তৃণমূলেও এই রকম তিন বাহিনী রয়েছে। আসন্ন বিধানসভা ভোটে তাঁরা লড়াইয়েরা ময়দানে থাকবেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই তিন বাহিনীর ভূমিকা কী হবে, তা-ও স্পষ্ট করে দিলেন শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement

দলের একাংশ মিছিলে হাঁটেন। জায়গায় জায়গায় দলের ব্যানার-ফেস্টুন। পতাকা বহন করেন। অভিষেকের মতে, তাঁরাই দলের স্থলসেনা, অর্থাৎ আর্মি। আর যাঁরা সমাজমাধ্যমে দলের হয়ে প্রচার চালান। লড়াই করেন। তাঁরা আসলে 'এয়ারফোর্স' বা বায়ুসেনা। আর দলের যাঁরা সংসদ বা বিধানসভায় মানুষের কথা বলেন। মানুষের পাশে থাকেন। সুপ্রিম কোর্টে মামলা লড়েন। তাঁরা নেভি বা নৌসেনা। অভিষেক নিজেকে নৌসেনাতেই রেখেছেন। কারণ তিনি সাংসদ। সেই যুক্তিতেই তৃণমূলের সর্বময়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নৌবাহিনীতেই থাকবেন। কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী।

সোমবার মিলন মেলায় তৃণমূলের 'ডিজিটাল যোদ্ধা'দের সম্মেলনে যোগ দেন অভিষেক (Abhishek Banerjee)। সেখানে তিনি বলেন, "আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ি, সংসদে মানুষের কথা তুলি। মানুষের পাশে থাকি। আমরা নেভি। যাঁরা মিছিলে হাঁটেন, পতাকা বহন করেন, ব্যানার-ফেস্টুন লাগান, তাঁরা আর্মি। আর আপনারা ডিজিটাল যোদ্ধারা যাঁরা সমাজমাধ্যমে লড়াই করেন, তাঁরা এয়ারফোর্স।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement