shono
Advertisement

Breaking News

High Madrasah Result

হাইমাদ্রাসার ফলাফলে বাজিমাত ছাত্রীদের, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় শনিবার হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফলপ্রকাশ।
Published By: Sayani SenPosted: 01:01 PM May 03, 2025Updated: 01:01 PM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার X হ্যান্ডেলে পড়ুয়াদের শুভেচ্ছা জানান তিনি। যারা পরীক্ষায় তেমন আশানুরূপ ফল করেনি তাদেরও মনখারাপ না করার বার্তা মুখ্যমন্ত্রী। 

Advertisement

পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় শনিবার হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফলপ্রকাশ হয়। এবার হাইমাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ৭৩ জন। তার মধ্যে ছাত্র ১৫ হাজার ৪২০ জন এবং ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী। আলিমে এবার ১১ হাজার ৫৮৮ জন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ২৮৬ এবং ছাত্র ৬ হাজার ৩০২। ফাজিলে ৪ হাজার ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ২ হাজার ৮২ জন। সবমিলিয়ে মোট ৬০ হাজার ৩৭৪ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৫৩ এবং ছাত্রী ৩৬ হাজার ২১ জন।

এবার হাইমাদ্রাসা পাশের হার ৯০.৩২ শতাংশ। আলিমে ৯২.৮১ শতাংশ এবং ফাজিলে ৯৩.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে কিছুটা। গত বছর হাইমাদ্রাসায় পাশ করেছিল ৮২.৯৭ শতাংশ পড়ুয়া। আলিমে ৯২.১৬ শতাংশ এবং ফাজিলে ৯২.৮৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাইমাদ্রাসার ফলাফলে বাজিমাত ছাত্রীদের।
  • উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • শনিবার X হ্যান্ডেলে পড়ুয়াদের শুভেচ্ছা জানান তিনি।
Advertisement