shono
Advertisement
Mamata Banerjee

'এত সিলিন্ডার বিস্ফোরণ হলে ৫০ হাজার মানুষ মারা যাবে', পার্ক স্ট্রিটের রেস্তরাঁ দেখে উদ্বেগে মমতা

শহরে অগ্নিকাণ্ড রুখতে মমতার নির্দেশ, 'রেস্তরাঁর ছাদ বন্ধ করা যাবে না।'
Published By: Sayani SenPosted: 02:57 PM May 01, 2025Updated: 04:41 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়বাজারের মেছুয়ায় অগ্নিকাণ্ডের পরই 'অ্যাকশন' মোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সোজা পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে যান তিনি। সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ প্রশাসনিক আধিকারিকরা। ম্যাগমা হাউসের সামনে থরে থরে সাজানো ২৪টি গ্যাস সিলিন্ডার দেখে রেগে আগুন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ নির্দেশ, "রেস্তরাঁর ছাদ বন্ধ করা যাবে না।"

Advertisement

বৃহস্পতিবার ম্যাগমা হাউসের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, "আগুন লাগলে দমকল কী করবে? ধোঁয়া সামাল দেওয়াই তো মুশকিল। এত সিলিন্ডার বিস্ফোরণ হলে তো ৫০ হাজার লোক মরে যাবে এখানে। মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, দমকল এখানে বসবে। ওদের ডাকবে। এমার্জেন্সি মিটিং করবে। আমি যেটা বলেছি সেটাই হবে, রেস্তরাঁর ছাদ বন্ধ করা হবে না।" কেন ম্যাগমা হাউসে আচমকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী? উত্তরে তিনি বলেন, "আমি কোনও একজনের থেকে শুনেছিলাম। সে কয়েকদিন আগে এসেছিল। বলেছিল অবিলম্বে ব্যবস্থা করো। একটা ছোট সিঁড়ি। আগুন লাগলে কেউ নামতে পারবে না। লিফটে লোকে যাতায়াত করে। লোক তো জানে না। আগুন লাগলে কেউ ওঠানামা করলে বিপদ।"

এর আগে মেছুয়ার অগ্নিদগ্ধ এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। সেই সময় দিঘা থেকে অগ্নিকাণ্ডের প্রতি মুহূর্তের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথধামের উদ্বোধনের পর শহরে ফিরেই বৃহস্পতিবার সেখানে যান। নিজেদের প্রাণের কথা ভেবে বিপজ্জনক বাড়ি থেকে সরে যাওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী। আগামী ১৫ দিনের মধ্যে কেউ সেকথা কান না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি 'রাফ অ্যান্ড টাফ' মমতার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়বাজারের মেছুয়ায় অগ্নিকাণ্ডের পরই 'অ্যাকশন' মোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সেখান থেকে সোজা পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে যান তিনি।
  • ম্যাগমা হাউসের সামনে থরে থরে সাজানো ২৪টি গ্যাস সিলিন্ডার দেখে রেগে আগুন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ নির্দেশ, "রেস্তরাঁর ছাদ বন্ধ করা যাবে না।"
Advertisement