সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। 'দাবাং' দিলীপ ঘোষ বারবার চোখা চোখা ভাষায় আক্রমণ শানিয়েছেন বাংলার 'দিদি'কে। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জীবনের বিশেষ দিনে সেসব মনে রাখলেন না মুখ্যমন্ত্রী। পরিবর্তে দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা-সহ ফুলের তোড়া পাঠান।
শুক্রবার আধিকারিকদের মাধ্যমে রাজ্য সরকারের লোগো লাগানো একটি হলুদ রঙের খাম পৌঁছয় দিলীপ ঘোষের বাড়িতে। ওই খামে সাদার উপর কালো রঙে লেখা ছিল বিজেপি নেতার নাম ও ঠিকানা। সঙ্গে একগুচ্ছ ফুল।
রিঙ্কু মজুমদার উত্তর কলকাতা শহরতলির বিজেপি পর্যবেক্ষক। ২০২১ সালে ইকো পার্ক প্রাতঃভ্রমণের ফাঁকে আলাপ। তারপর মন দেওয়া নেওয়া। জানা গিয়েছে, দিলীপ ঘোষের 'বোল্ডনেসে'ই নাকি ঘায়েল হন রিঙ্কু। বেশ কয়েকদিন মেলামেশার পর নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তাতে প্রথমে অবশ্য রাজি হননি দিলীপ ঘোষ। এদিকে, বিজেপি নেতাকে তাঁর মা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। মায়ের কথা মেনে অবশেষে বিয়ের সিদ্ধান্ত।
বিকেল সাড়ে পাঁচটায় নিউটাউনের বাড়িতে রিঙ্কুর সঙ্গে বিয়ে করবেন দিলীপ। বৈদিক মতে বিয়ে হবে তাঁদের। একেবারে ঘনিষ্ঠ বৃত্তে চারহাত এক হওয়ার কথা। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, মাছের কালিয়া, চাটনি, রসগোল্লা ও আইসক্রিম। এদিকে, সকাল থেকেই দিলীপ ঘোষের বাড়িতে দলীয় সহযোদ্ধাদের আনাগোনা। সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, মঙ্গল পাণ্ডে, লকেট চট্টোপাধ্যায়রা তাঁর বাড়িতে যান। উপহার দেন। তৃণমূল সাংসদ কীর্তি আজাদও বিজেপি নেতাকে শুভেচ্ছা জানান। পরিচিতদের মিষ্টি বিলি করেন। যদিও ওয়াকিবহাল মহল সূত্রে খবর, দিলীপ ঘোষের বিয়েতে তাঁর দলীয় নেতারা তেমন উচ্ছ্বসিত নন।
