shono
Advertisement

মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফরে বাংলার প্রাপ্তি কী কী, জানাল নবান্ন

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে মঙ্গলবার নবান্নে সচিবগোষ্ঠীর বৈঠক হয়।
Posted: 07:15 PM Sep 26, 2023Updated: 09:44 PM Sep 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্প সম্ভাবনা, ফুটবলে বিনিয়োগ থেকে সাংস্কৃতিক সমন্বয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পেন ও দুবাই সফর থেকে রাজ্যের প্রাপ্তির দীর্ঘ তালিকা দিল নবান্ন। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে মঙ্গলবার নবান্নে সচিবগোষ্ঠীর বৈঠক হয়। সেই বৈঠক শেষেই মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত তথ্য জানিয়েছেন মুখ্যসচিব এবং শিল্পসচিব।

Advertisement

নবান্নের (Nabanna) বৈঠক শেষে রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে মূলত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের উপর জোর দেওয়া হয়েছে। লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষর করা হয়েছে। ওরা আমাদের এখানে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। ফুটবলার ও কোচেদের প্রশিক্ষণ দেবে। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম ওদের হাতে তুলে দেওয়া হবে অ্যাকাডেমি করার জন্য। বিশেষ করে মহিলা ফুটবলার তৈরির দিকে নজর দেওয়া হবে।”

[আরও পড়ুন: Abhishek Banerjee: চাকরিপ্রার্থীদের মিছিল যাবে অভিষেকের অফিস ঘেঁষেই, আদালতে খারিজ রাজ্যের আরজি]

শিল্পসচিব জানান, স্পেনের চারটি প্রথম সারির বণিকসভার সঙ্গে বৈঠক হয়েছে। স্পেনীয় ভাষা শিক্ষার বিষয়ে কথা হয়েছে। নির্দিষ্ট কোনও বিশ্ববিদ্যালয় বা সেন্টার চিহ্নিতকরণ করে সেখানে স্পেনীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এমনকী ফ্যাকাল্টি ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে। স্পেনের বিখ্যাত বস্ত্র কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে।

[আরও পড়ুন: ময়নায় বৃদ্ধ দম্পতিকে বেঁধে দুঃসাহসিক ডাকাতি, উধাও ২০ লক্ষের গয়না ও নগদ টাকা]

মুখ্যমন্ত্রীর দুবাই সফরের প্রাপ্তি নিয়ে বলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (HK Dwivedi)। তিনি জানান, “দুবাইয়ের বিখ্যাত লুলু গ্রুপ আমাদের এখানে মল তৈরি করবে। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের এখানে কোথায় জমি দেওয়া যায়, সেটা আমরা খতিয়ে দেখছি। লুলু গ্রুপ খুব শীঘ্রই ওদের একটা প্রতিনিধি দল রাজ্যে পাঠাবে।” মুখ্যসচিব জানান, “আমিরশাহীর মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। এরাজ্যে বিনিয়োগের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রাজ্যে প্রতিনিধিদল পাঠাবে তারা।” মুখ্যসচিব জানান, “স্পেন, বার্সেলোনা ও দুবাই থেকে প্রতিনিধি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসবে বলে আশা করছি। পাশাপাশি আশা করছি এবারের বিজিবিএসে স্পেনকে পার্টনার স্টেট হিসাবে পাব।” তবে সব মিলিয়ে কত টাকার বিনিয়োগ আসতে পারে, সেটা এখনই বলা সম্ভব নয় বলে জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement