shono
Advertisement

পঞ্চায়েত ভোটের আগে ওবিসিদের মন পেতে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি, নয়া কর্মসূচিতে সুকান্ত-দিলীপ

এপ্রিলে ন'দিনব্যাপী হবে বিশেষ কর্মসূচি।
Posted: 04:57 PM Mar 18, 2023Updated: 04:57 PM Mar 18, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোটের আগে ওবিসিদের মন পেতে এবার বিশেষ কর্মসূচি বঙ্গ বিজেপি। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সোচ্চার হয়ে কলকাতার রাজপথে নামতে চলেছে গেরুয়া শিবির। আগামী ৬ থেকে ১৪ এপ্রিল ন’দিনব্যাপী বিজেপির ওবিসি মোর্চার বিশেষ কর্মসূচি রয়েছে।

Advertisement

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানিয়েছেন, এ রাজ্যে বিরোধীদের কোনও কর্মসূচিই সুষ্ঠভাবে করতে দেওয়া হয় না। পুলিশ ও প্রশাসন যে আবারও বাধা দেবে, সেই আশঙ্কা করাই যায়। তবে বাধা যা-ই আসুক, রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসূচি হবেই। গেরুয়া শিবিরের (West Bengal BJP) তরফে খবর, ওই ন’দিন ধরে মোদি সরকার ওবিসিদের জন্য কী কী ইতিবাচক পদক্ষেপ করেছে এবং উলটোদিকে রাজ্য সরকার কী কী নেতিবাচক পদক্ষেপ করেছে, তার প্রচার করা হবে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে সমাজের অনগ্রসর জাতিকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে আক্রমণের পথে হাঁটার চেষ্টায় গেরুয়া শিবির। সরকার ওবিসিদের জন্য বিশেষ কিছুই ভাবেনি, এভাবেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হবে।

[আরও পড়ুন: এশিয়ান কাপ খেলে জাতীয় দল থেকে অবসর, ISL ফাইনালের আগে জানিয়ে দিলেন সুনীল]

ওবিসি মোর্চার এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অংশ নেওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উল্লেখ্য়, এর আগে একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পদ্মশিবিরের মিছিল আটকে দিয়েছে পুলিশ। বিজেপির নবান্ন অভিযান নিয়েও হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে এপ্রিলের এই কর্মসূচিতেও যে বাধার সম্মুখীন হতে হবে, তেমনটাই মনে করছে বঙ্গ বিজেপি।

[আরও পড়ুন: অনুব্রতর আর্থিক লেনদেনে ইডির নজরে এবার বোলপুরের লটারি বিজেতা রাজমিস্ত্রি, দিল্লিতে তলব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement