সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুপাচার কাণ্ডে সম্প্রতি তোলপাড় হয়েছে বাংলা। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বহু শিশুকে। এবার খোদ কলকাতার বুকে মিলল মধুচক্রের খোঁজ। কিশোরীদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল ৩৫ বছরের এক মহিলাকে। কিশোরীদের মধ্যে রয়েছে ধৃত মহিলার তিন মেয়েও।
কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মহিলা, তার সঙ্গী এবং আরও দু’জনকে সোনারপুরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে সিআইডি। ওই দুই ব্যক্তি অভিষেক সাহা এবং অনিল ভৌমিক শিশুপাচারের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এর আগে পুলিশের জালে ধরা পড়েছে তারা। জানা গিয়েছে, মধুচক্র চালানোর জন্য বেহালা ও টালিগঞ্জেও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তারা। সেখানেই ওই দল ডেকে পাঠাতো খদ্দেরদের। ৮ থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের যৌন কর্মী হিসেবে কাজে লাগানো হত।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার তিন মেয়ে, যাদের বয়স ৮, ৯ এবং ১৪ বছর, তাদেরও জোর করে এই কাজের সঙ্গে যুক্ত করেছিল সে। সিআইডি-র অফিসার-ইন-চার্জ শর্বানী ভট্টাচার্য জানান, এমন ঘটনা বিরল। যেখানে মা নিজেই তার তিন সন্তানকে যৌন পেশায় নামিয়েছে। ঘটনায় ধৃত চারজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ছ’জন কিশোরীকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
ছবি প্রতীকী।
The post মায়ের জোরাজুরিতেই দেহব্যবসায় নামতে বাধ্য মেয়েরা appeared first on Sangbad Pratidin.
