সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনার টেবিলে বসবেন নাকি আন্দোলন করবেন, তা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররাই। এবার একেবারে 'হাতেগরম প্রমাণ' দিলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আগে চিকিৎসকদের ধরনা মঞ্চের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে জনৈক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, "কিছু হলে সব দায়িত্ব তোকে নিতে হবে।" বস্তুত যেখান থেকে স্পষ্ট বৈঠক ভেস্তে দিতে চেয়েছিলেন জনাকয়েক 'অতি বাম' আন্দোলনকারী। স্রেফ জেদের বশেই বৈঠক ফলপ্রসূ হল না।
এক্স হ্যান্ডেলে একটি অডিও পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'CM-র বাড়ি যাওয়ার আগে ধরনামঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ। এটাও Live হলে জনগণের বুঝতে সুবিধে হত। স্পষ্ট, একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল।' সঙ্গে লিখেছেন, 'এই অডিও কারুর টেলিফোন কথন নয়। এটি ওঁদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা।'
অডিও-তে আন্দোলনকারীদের কী বলতে শোনা গিয়েছে?
অডিও-টিতে একাধিক কণ্ঠস্বর রয়েছে। যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া নিয়ে আলোচনা করছিলেন। এর মধ্যে একপক্ষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে আগ্রহী। অন্যপক্ষ যেনতেন প্রকারেণ বৈঠক ভেস্তে দিতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্য পূরণ করতে লাইভ স্ট্রিমিং-এর দাবি স্রেফ অজুহাত মাত্র। আর এর নেপথ্যে রয়েছেন বেশ কিছু 'অতি বাম' চিকিৎসক। অন্যপক্ষ সমাধান সূত্র খুঁজতে চেয়েছিলেন। কিন্তু তা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার পরও কর্মবিরতির পথ থেকে সরে আসেননি জুনিয়র চিকিৎসকরা। এর পর যদিও সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেয়, তাহলে দায় 'জেদি' ডাক্তারদেরই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক্তারদের একাংশ।